ভুয়ো আইবি অফিসার সেজে অপহরণ। গ্রেফতার ৭ জন ভুয়ো আইবি অফিসার। তাদের গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার আইবি অফিসার সেজে এয়ারপোর্টে থানা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় তারা। ব্যবসায়ীকে অপহরণ করে লক্ষাধিক টাকা দাবি করা হয়েছিল। ব্যবসায়ির বন্ধু এয়ারপোর্ট থানায় অভিযোগ করলে তদন্ত শুরু হয়। এয়ারপোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি করা হয়। অবশেষে ৭ জনকে হাতেনাতে ধরে ফেলে এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতদের মধ্যে আছেন, প্রণব চক্রবর্তী, সুব্রত ঘোষ, আবির লাল দাস, জিতেন্দ্র পাল, দীপক ঘোষ, শুভজিৎ চক্রবর্তী, হিমাদ্রি শেখর বাগচী। বাকিরা পলাতক। মঙ্গলবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত বা এই চক্র তারা কতদিন ধরে চালাত, গোটা বিষয়টা নিয়ে তদন্ত করবে এয়ারপোর্ট থানার পুলিশ।