কলকাতা: কলকাতায় আবারও প্রতারণা। এবার ন্যাশানাল ক্রাইম বিউরোর ডিরেক্টর পরিচয়ে প্রতারণার অভিযোগ। বাইপাস ধাবার সামনে থেকে গ্রেফতার ১।
আরও পড়ুন- পুলিশের জালে অস্ত্রসহ ভুয়ো আইপিএস
বুধবার রাতে বাইপাস ধাবার সামনে গাড়ি চেকিং চলছিল। ওই সময় একটি গাড়ি সন্দেহজনক মনে হওয়ায় ময়দান থানার পুলিশ ওই গাড়িটিকে দাঁড় করায়। গাড়ির সামনে ও পিছনে গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল- এর বোর্ড লাগানো ছিল।
আরও পড়ুন- চাকরির টোপ ফেলে প্রতারণা, পুলিশের জালে লালবাজারের ভুয়ো গোয়েন্দা কর্তা
এরপর জিজ্ঞেসাবাদ চালালে গাড়িটি কার এবং এই গাড়িতে এই বোর্ড লাগানো কেন এই প্রসঙ্গে সদুত্তর দিতে পারেননি গাড়ির মালিক গোলাম রাব্বানী। ওই সংক্রান্ত কোনও কাগজপত্রও দেখাতে পারেননি তিনি। তখনই গাড়িটিকে আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় গোলাম রাব্বানীকে।
আরও পড়ুন- গাড়িতে ভুয়ো মানবাধিকার কমিশনের স্টিকার, গ্রেফতার ৩
পুলিশ জানিয়েছে, গোলাম রাব্বানী বেনিয়াপুকুরের বাসিন্দা। বেনিয়াপুকুর থানা তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে আগে থেকেই। এরপর বিভিন্ন ধারায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কোর্টে তোলা হবে।