৩ জুলাই শনিবার রাত ১০ টা থেকে পরেরদিন অর্থাৎ ৪ জুলাই রবিবার ভোর ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে ই এম বাইপাস। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জারি করা হল বিজ্ঞপ্তি। জানানো হয়েছে সব ধরণের যানবাহন চলাচলের ক্ষেত্রেই এই নিয়ম জারি থাকবে। ই-এম বাইপাসে ফুট ওভারব্রিজ তৈরী করছে কেএমডিএ। ফুটব্রিজের ইস্পাতের কাঠামোর কাজের জন্য এই ৭ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। রাস্তা বন্ধ থাকাকালীন উত্তর ও দক্ষিণের মধ্যে চলাচলকারী যানবাহন বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
উত্তরে সল্টলেক ও এয়ারপোর্ট যাওয়ার ছোট বড় সব গাড়ি, মালবাহী গাড়ি, চিংড়িহাটা ক্রশিং থেকে ডানদিকে ঘুরিয়ে দেওয়া হবে। বিশ্ব বাংলা সরণি দিয়ে সোজা সেক্টর ফাইভে গিয়ে উঠবে গাড়িগুলি।
দক্ষিণ দিক থেকে অর্থাৎ উল্টোডাঙার ফ্লাইওভারের দিক থেকে আসা গাড়িগুলি ই-এম বাইপাস অথবা বেলেঘাটা মেন রোড ক্রশিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। পূর্বদিকে যেতে গেলে ব্রডওয়ে ধরতে হবে গাড়িগুলিকে। পশ্চিম দিকের গাড়িগুলি বেলেঘাটা মেন রোডের দিকে চলে যাবে।
হাডকোর দিক থেকে আসা দক্ষিণগামী মালবাহী বড় গাড়িগুলি, হাডকো মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি কাঁকুরগাছি মোড়, মানিকতলা মোড় ও এপিসি রায় রোডের দিক দিয়ে বেরিয়ে যাবে।
৩ জুলাই শনিবার রাত ১০ টা থেকে ৪ জুলাই রবিবার ভোর ৫ টা পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে।