দুপুর ২.০৫: ৫৮ হাজারেরও বেশি ভোটে ভবানীপুর থেকে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ২.০৩: ২০ রাউন্ড শেষে ৫৬ হাজার ৩৮৮ ভোটে এগিয়ে মমতা৷
দুপুর ১.৫০: ১৯ রাউন্ড শেষে ৫২ হাজার ১৭ ভোটে এগিয়ে মমতা। মমতা ৭৬ হাজার ৪১৩টি ভোট পেয়েছেন এবং প্রিয়ঙ্কা পেয়েছেন ২৩ হাজার ২৭৪ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ৩৫৩৪টি ভোট পেয়েছেন।
দুপুর ১.৪০: ১৮ রাউন্ড শেষে ৪৮ হাজার ৭৮২ ভোটে এগিয়ে মমতা৷ জয়ের আরও কাছে তৃণমূল নেত্রী৷
দুপুর ১.২৭: গণনা যত এগোচ্ছে ভোটের ব্যবধান তত বাড়ছে মমতার। ১৭ রাউন্ড শেষে ৪৫ হাজার ৭৩৮ ভোটে এগিয়ে মমতা৷ মমতা ৬৭ হাজার ৬২০টি ভোট পেয়েছেন এবং প্রিয়ঙ্কা পেয়েছেন ২১ হাজার ৮৮২ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ২৮৯৬টি ভোট পেয়েছেন।
দুপুর ১.২৩: ১৬ রাউন্ড শেষে ৪২ হাজার ২৯২ ভোটে এগিয়ে মমতা ৷ জয়ের আরও কাছে তৃণমূল নেত্রী ৷
দুপুর ১.০৫: ১৫ রাউন্ড শেষে ৩৯ হাজার ৬৫৭ ভোটে এগিয়ে মমতা। মমতা ৫৮ হাজার ৫০৩টি ভোট পেয়েছেন এবং প্রিয়ঙ্কা পেয়েছেন ১৮ হাজার ৮৪৬ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ২২৬৭টি ভোট পেয়েছেন।
দুপুর ১.০০: ১৪ রাউন্ড শেষে ৩৭ হাজার ৯৫০ ভোটে এগিয়ে মমতা। এ পর্যন্ত তিনি ভোট পেয়েছেন ৫৫ হাজার ৪০৪টি।বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা পেয়েছেন ১৭ হাজার ৪৫৪ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ২০৩৭টি ভোট পেয়েছেন।
দুপুর ১২.৫০: ১৩ রাউন্ড শেষে ৩৬ হাজার ৪৫৭ ভোটে এগিয়ে মমতা।
কালীঘাটে উচ্ছ্বাস
দুপুর ১২.৩০: দ্বাদশ রাউন্ড শেষে ৩৪ হাজার ৯৭০ ভোটে এগিয়ে মমতা। এ পর্যন্ত তিনি ভোট পেয়েছেন ৪৮ হাজার ৮১৩টি। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা পেয়েছেন ১৩ হাজার ৮৪৩ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ১৬৫৫টি ভোট পেয়েছেন।
দুপুর ১২.১৫: একাদশ রাউন্ড শেষে ৩৩৯৮২ ভোটে এগিয়ে মমতা।
দুপুর ১২.০০: দশম রাউন্ড শেষে ৩১৬৪৫ ভোটে এগিয়ে মমতা। এ পর্যন্ত ৪২১২২টি ভোট পেয়েছেন মমতা। প্রিয়াঙ্কার ঝুলিতে গিয়েছে ১০৪৭৭টি ভোট। সিপিএম ১২৩৪টি ভোট পেয়েছে।
সকাল ১১.৫০: গণনা যত এগোচ্ছে ভোটের ব্যবধান তত বাড়ছে মমতার। নবম রাউন্ড শেষে ২৮৮২৫ ভোটে এগিয়ে মমতা।
সকাল ১১.৩৫: অষ্টম রাউন্ড শেষে ২৭৫০২ ভোটে এগিয়ে মমতা।
সকাল ১১.২৫: সপ্তম রাউন্ড গণনা শেষে ২৫ হাজার ৩১৪ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ১১.১৫: গণনা যত এগোচ্ছে ভোটের ব্যবধান তত বাড়ছে মমতার। ষষ্ঠ রাউন্ড শেষে ২৩৯৫৭ ভোটে এগিয়ে মমতা।
পোস্টার নিয়ে উৎসব
সকাল ১০.৫০: চতুর্থ রাউন্ড শেষে ১২৪৩৫ ভোটে এগিয়ে মমতা। এ পর্যন্ত ১৬৩৯৭টি ভোট পেয়েছেন মমতা। প্রিয়াঙ্কার ঝুলিতে গিয়েছে ৩৯৬২টি ভোট। সিপিএম ৩১৫টি ভোট পেয়েছে।
সকাল ১০.৪০: তিন রাউন্ড শেষে ৬১৪৬ ভোটে এগিয়ে মমতা। এ পর্যন্ত ৯৯৭৪টি ভোট পেয়েছেন মমতা। প্রিয়াঙ্কার ঝুলিতে গিয়েছে ৩৮২৮টি ভোট। সিপিএম ২৫০টি ভোট পেয়েছে।
সকাল ১০.০০: ভবানীপুরে তৃতীয় রাউন্ডে ৩০০০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ৯.৪০: ভবানীপুরে দ্বিতীয় রাউন্ডের শেষে ২৪০০ ভোটে এগিয়ে মমতা।
সকাল ৯.২৫: ২ হাজার ৮০০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ৯.২০: সামশেরগঞ্জে ৫০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।
চলছে মিষ্টি বিলি
সকাল ৯.১৫: জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন এগিয়ে ১৩০০ ভোটে।
সকাল ৯.১০: পোস্টাল ব্যালটে এগিয়ে মমতা। তিন কেন্দ্রেই এগিয়ে তৃণমূল।
সকাল ৯.০০: সামশেরগঞ্জ, জঙ্গিপুরে পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল।
সকাল ৮.০০: তিন কেন্দ্রে ভোট গণনা শুরু।
ভবানীপুর-সহ ৩ কেন্দ্রে সকাল ৮টায় গণনা শুরু হয়েছে। ভবানীপুরে গণনা হবে ২১ রাউন্ড। জঙ্গিপুরে ২৬ রাউন্ড ও সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। ভোট গণনাকেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। নিরাপত্তার দায়িত্বে স্থানীয় পুলিশ, রাজ্য পুলিশ ছাড়াও কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা হচ্ছে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে পাঁচজনের বেশি যেতে পারবেন না৷
গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা
নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী, ভবানীপুরে মোট পড়েছে ৫৭.০৯ শতাংশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল ৬১.৭৯ শতাংশ। সামশেরগঞ্জ কেন্দ্রে ভোট পড়েছে ৭৯.৯২ শতাংশ ও জঙ্গিপুরে ভোট পড়েছে ৭৭.৬৩ শতাংশ।