একডালিয়ার এভারগ্রিন ক্লাবের দুর্গা পুজো। কলকাতার সেরা দশটির একটি এই দুর্গাপুজো। কোনও দিনই থিমের লড়াইয়ে নাম লেখায়নি। এখানে সাবেকি রূপে দেখা যায় দেবী দুর্গাকে। তবে থিমের আড়ম্বর না থাকলেও। এই পুজোর প্রতি মানুষের মধ্যে এক অমোঘ আকর্ষণ রয়েছে।
এই পুজোর অন্যতম চমক দুর্গাপুজোর মণ্ডপ। প্রত্যেকবারই কোনও ঐতিহাসিক স্থাপত্য বিশেষ করে কোনও মন্দিরের আদলে তৈরি করা হয় এই পুজোর প্যান্ডেল। এ বছরও তারও অন্যাথা ঘটেনি। মাঝখানে বিপর্যয় নেমে এসেছে। গত বছর কালী পুজোর রাতেই চির বিদায়ে নেন রাজ্যের মন্ত্রী ও জননেতা সুব্রত মুখোপাধ্যায়। তবে অভিভাবকহীন হয়ে পড়লেও হাল ছাড়েননি একডালিয়া পুজো সমিতির সদস্যরা। বরং এই পুজোয় যাতে কোথাও কোনও খামতি না থাকে নিরন্তর সেই চেষ্টাই করছেন পুজো উদ্যোক্তারা।
আরও দেখুন: ৮১ তম বছরে নারায়ণ দেবনাথের কমিকসের হারানো ম্যাজিক ফিরিয়ে আনছে সিংহি পার্ক সর্বজনীন দুর্গাপুজো
গতবারে চেন্নাইয়ের লক্ষ্মীর মন্দির ফুটিয়ে তোলা হয়েছিল মণ্ডপসজ্জায়। প্রত্যেকবারের মতো এবারও রয়েছে চমক। সেটা কী ? তা জানতে যেতে হবে এই পুজোর মণ্ডপে।