Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ |
K:T:V Clock
Eden IPL : জেনে রাখুন বৃষ্টির প্রকোপ ম্যাচের ভাগ্য নিয়ে কী কী হতে পারে
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ০১:৪০:০৭ পিএম
  • / ৩৯৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

আজ ইডেনে দু’বছর পর আবার আইপিএল ম্যাচ। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস। হার্দিক-গিল-ঋদ্ধি-শামিদের সঙ্গে সঞ্জু-বাটলার-অশ্বিন- চাহালদের লড়াই। কিন্তু কলকাতার হওয়া অফিসের আগামবার্তায় তো সকলের কপালে ভাঁজ চেপে বসেছে। বারবার স্যাটেলাইট চিত্র আর পরিবেশের উষ্ণতা পরখ করে চলেছেন আবহাওয়াবিদরা। আর জানিয়ে দিচ্ছেন – সতর্কবার্তা। সন্ধ্যে বেলায় আছে কালবৈশাখী। কিন্তু কাল? কোহলি ম্যাচে? এখন পর্যন্ত কাল নেই কালবৈশাখীর হুমকি।

ইডেনের দায়িত্বে থেকে সিএবি-র কিউরেটর সুজন মুখোপাধ্যায় হতে ধরা মোবাইলে গুগলের ওয়েদার রিপোর্ট দেখেই চলছেন। আর ফোনে কথা বলা শুরু করতেই জানতে চাইলেন,’তোমরা কি ওয়েদার রিপোর্ট পাচ্ছো? বিকেলে কালবৈশাখী!’

সুজনের সঙ্গে আলোচলায় মেতে সঙ্গাকারা।

ম্যাচের আগের দিন রাজস্থানের মেন্টর কুমার সঙ্গাকারা বারবার কথা বলছিলেন সুজনের সঙ্গে। নিয়ম ঝালিয়ে নিয়েছেন। জানতে চেয়েছেন, ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটালে কিভাবে তা সামাল দিতে প্রস্তুত সুজনরা।

এই প্রতিবেদকের প্রশ্নে সেইসব মনে হল সুজন মুখোপাধ্যায় বলে দিলেন।’গোটা মাঠ ঢাকা থাকছে। টি টোয়েন্টি ম্যাচে মাঠের ধারে ডাগ আউট থাকায়, কিছু অংশ ঢাকা থাকছে না। একই ভাবে,ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড থাকায় ফেন্সিং পর্যন্ত ঢাকা যাবে না। আন্ডার গ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম সচল। সঙ্গে সুপার সপার চলবে কভারের উপর। আশাকরি টানা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাবে না। ৫ ওভার বা সুপার ওভার করা যাবে। তবে, পুরো ম্যাচ করার চেষ্টায় আমরা লড়াই করবো।’

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া নজরদারিতে ইডেন

সোমবার দুই দলের অনুশীলন যখন চলছিল, তখন ম্যাচ উইকেট ছিল খোলা। সকলে তা পরখ করেছেন। উপর থেকে ঘাস নেই মনে হলেও,সুজনের দাবি,’২০০ রানের খেলা হওয়ার মতন উইকেট। টস নিয়ে মাথাব্যথা থাকা উচিত নয়, কারণ শিশির তো নেই।’

আসলে এমন ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না যায়, তার জোর প্রস্তুতি নেওয়া চলেছে। বৃষ্টির সম্ভবনা রয়েছে। ঝড় বইবে গঙ্গার কোল ঘেঁষে। এমন আশঙ্কার মধ্যেই ইডেন গার্ডেন্স প্রস্তুত প্লে অফের জন্য। আজ আর কাল কোয়ালিফায়ার-১ এবং প্ৰথম এলিমিনেটর খেলা ইডেনে। বুধবার পরের দিনই খেলবে আরসিবি এবং লখনৌ সুপার জায়ান্টস। আজ এই দুই দলের অনুশীলন সল্ট লেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে। এমন মাঠে বিরাট কোহলি নামেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। কলকাতার এমন আবহাওয়া ছেড়ে
দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে আহমেদাবাদে।

খেলা বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? টুর্নামেন্ট নিয়মে বলা আছে, নির্ধারিত সময়ের মধ্যে খেলার ফয়সালা না হলে বা মাঠে একটিও বল বল করা না গেলে ‘ সুপার ‘ ওভারে খেলার জয়-পরাজয় ঠিক করা হবে।

আইপিএলের নিয়মে বলা হল, এমনকি ম্যাচে দুই দল এক ওভারও ( সুপার ওভার) খেলতে না পারলে, লিগে পয়েন্ট টেবিলের অবস্থান দেখে ম্যাচের ফয়সালা করা হবে। এই নিয়ম প্লে অফের তিনটে ম্যাচেই (কোয়ালিফায়ার-১, এলিমিনেটর, কোয়ালিফায়ার-২) প্রযোজ্য। তিনটে ম্যাচেই কোনও রিজার্ভ ডে নেই। তবে ফাইনালের জন্য একদিন রিজার্ভ রাখা হয়েছে ৩০ মে। কোনও কারণে ফাইনাল খেলা ২৯ তারিখে করা সম্ভব না হলে ৩০ মে চূড়ান্ত লড়াই হবে।

টুর্নামেন্ট গাইডলাইনে বলা হয়েছে, “প্রকৃতির কারণে ( ঝড় – বৃষ্টি) ওভার কমিয়ে খেলানো সম্ভব হলে, প্রত্যেক দলকে কমপক্ষে ৫ ওভার ব্যাট করার সুযোগ দিতে হবে। এলিমিনেটর এবং দুটো কোয়ালিফায়ার ম্যাচে নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে পাঁচ ওভারের ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে, পুরো মাঠের কন্ডিশন ঠিকঠাক থাকলে সুপার ওভারে ম্যাচের জয়ী নির্ধারণ করতে হবে।”

যদি সুপার ওভার-ও আয়োজন করা সম্ভব না হয়, তাহলে লিগ টেবিলের অবস্থান দেখে জয়ী দল চূড়ান্ত করতে হবে। কোনও কারণে ম্যাচের একটা ইনিংস খেলা সম্ভব হলে এবং দ্বিতীয় ইনিংসে আয়োজন করার পরিস্থিতি যদি না থাকে, তাহলে ডিএলএস নিয়ম মত চলতে হবে।

ছবি: সৌ সিএবি, টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

কালীপুজোয় শিয়ালদহ লাইনে বিশেষ ট্রেন
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
পিছু হটলেন স্ট্যালিন! তামিলনাড়ুতে নিষিদ্ধ হচ্ছে না হিন্দি
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
দিল্লি হাইকোর্টের ভার্চুয়াল শুনানিতে আইনজীবীর চুম্বনের দৃশ্য ভাইরাল
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
মা হতে চলেছেন সোনাক্ষী? কী বললেন অভিনেত্রী
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
নীতীশের দল চালাচ্ছে BJP! ভোটের আগে বিস্ফোরক মন্তব্য তেজস্বীর
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
এক ডজনের বেশি প্রাণ চলে যাওয়ার পর যুদ্ধ বিরতি ঘোষণা পাকিস্তানের
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
তাঁর অসুস্থতায় কেন উদ্বিগ্ন গোটা দেশ? কে এই প্রেমানন্দ মহারাজ?
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
কার্শিয়াং থেকে উদ্ধার হওয়া হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী!
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
‘পয়জন বেবি’তে মালাইকার-রশ্মিকা যুগলবন্দি
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়!
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
মমতার কাছে ক্ষমা চাইলেন দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার বাবা!
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
বিহারে ব্রেইলে ভোটার স্লিপ, ব্যালট পেপারের সুবিধা পাবে দৃষ্টিহীনরা
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
মরু শহরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দেব
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
আতশবাজি নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
রাজনীতিতে পা দিয়েই BJP-র টিকিটে প্রার্থী হলেন জনপ্রিয় গায়িকা
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team