কলকাতা:৮ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela )। বহু মানুষের সমাগম হবে গঙ্গাসাগরে। ভিড়ের কথা মাথায় রেখে স্পেশাল লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। যাত্রীদের স্বার্থে গঙ্গাসাগর মেলার জন্য ১২টি ইএমইউ স্পেশাল ট্রেনের (Train For Gangasagar Mela ) ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railway)।মেলার জন্য ৩টি ইএমইউ লোকালের যাত্রাপথ সম্প্রসারিত করা হবে। রেলের তরফে জানানো হয়েছে, ১২টি মেলা স্পেশালের মধ্যে ৩টি ট্রেন চলবে শিয়ালদহ দক্ষিণ থেকে। ২টি ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়বে। ৫টি নামখানা, লক্ষ্মীকান্তপুর এবং কাকদ্বীপ থেকে ১ টি করে ট্রেন চলবে। এই ট্রেনগুলি মূলত শিয়ালদহ দক্ষিণ এবং নামখানা কাকদ্বীপ অঞ্চলকে উদ্দেশ করে চালানো হবে, যাতে সেই এলাকা থেকে গঙ্গাসাগরে পৌঁছতে সুবিধা হয়।
স্পেশাল ট্রেন শিয়ালদা দক্ষিণ থেকে
শিয়ালদহ দক্ষিণ থেকে যথাক্রমে সকাল ৬টা ১৫ মিনিটে, দুপুর ২টো ৪০ মিনিটে নামখানার উদ্দেশে ছাড়বে এবং ১৩ থেকে ১৬ জানুয়ারি বিকেল ৪টে ২৪ মিনিটে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশে ছাড়বে।
আরও পড়ুন: দিল্লিতে ভারত মণ্ডপমে গ্রামীণ ভারত মহোৎসবের সূচনা মোদির
কলকাতা স্টেশন থেকে দুটি মেলা স্পেশাল
সকাল ৭টা ৩৫ মিনিটে নামখানার উদ্দেশে ছাড়বে, রাত ৯টা ৩০ মিনিটে নামখানার উদ্দেশে
নামখানা থেকে পাঁচটি মেলা স্পেশাল
রাত ২টো ০৫ মিনিটে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশে
সকাল ৯টা ১০ মিনিটে শিয়ালদার উদ্দেশে
সকাল ১১টা ১৮ মিনিটে শিয়ালদার শে
সন্ধে ৬টা ৩৫ মিনিটে শিয়ালদার উদ্দেশে
সন্ধে ৭টা ০৫ মিনিটে শিয়ালদার উদ্দেশে দুপুর ২টো ৪০ মিনিটে কাকদ্বীপ থেকে একটি মেলা স্পেশাল চলবে শিয়ালদহের উদ্দেশে ছাড়বে। রাত ১১টা ১৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে একটি মেলা স্পেশাল শিয়ালদহের উদ্দেশে ছাড়বে। ১২ জানুয়ারি রবিবার লক্ষ্মীকান্তপুর-নামখানা-লক্ষ্মীকান্তপুর শাখায় ইএমইউ ট্রেনগুলি সপ্তাহের অন্যান্য দিনের মতোই চলবে।
দেখুন ভিডিও
The post গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের first appeared on KolkataTV.
The post গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের appeared first on KolkataTV.