কলকাতা: হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাস সত্যি হল। দুপুর গড়াতেই বৃষ্টি নামল কলকাতায়। শহরের আকাশ কালো। বর্তমানে নিম্নচাপটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে ক্রমশ বাংলাদেশ উপকূলের দিকে এগোছে। বঙ্গোপসাগরেই জন্ম জন্ম নেবে ঘূর্ণিঝড়। নয়া এই ঘূর্নিঝড়ের নাম হামুন। তবে বিরাট কোনও দুর্যোগের আশঙ্কা নেই।
২৫ অক্টোবর, একাদশীর বিকেলে, চট্টগ্রাম লাগোয়া বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা। নবমী থেকে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগেই সে কথা জানিয়েছিল আলিপুর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবেই কলকাতা-সহ কিছু কিছু এলাকায় নবমী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিলেন আবহবিদেরা।
ইতিমধ্যে কলকাতা-সহ চারটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সোমবার বেলা গড়াতেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। দুপুরেরই আকাশ কালো করে নামল বৃষ্টি। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে দুপুরের পর। নবমী থেকে একাদশী, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি। দশমীতে উপকূলে বইতে পারে দমকা বাতাসও। বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ২০-৩০ কিলোমিটার। শেষলগ্নে পুজো (Durga Puja 2023) মাটি হওয়ার আশঙ্কা নেই।