কলকাতা: গঙ্গায় ওয়াটার ফ্লো করানোর মাধ্যমে বিসর্জন সারলেই পুরস্কার দেবে কলকাতা পুরসভা৷ পুরসভা সূত্রে খবর, শহর কলকাতার পুজো কমিটির জন্য আগামী ২০২২ সাল থেকে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে৷ চলতি বছরের বিসর্জনে দই ঘাটে পাইলট প্রজেক্ট হিসাবে এই পদ্ধতি চালু করা হয়৷ পুরসভার এক আধিকারিক জানান, এই পদ্ধিতিতে গঙ্গা দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে৷
সূত্রের খবর, এই পদ্ধতিতে ১০টি প্রতিমার বিসর্জন সম্পন্ন করা হয়৷ পুরসভার এক আধিকারিক বলেন, গঙ্গার দূষণ রোধে নানা প্রকার উদ্যোগ নেওয়া হয়ে থাকে৷ সেই তালিকায় বিসর্জনকেও আনার জন্য সবরকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে৷
আরও পড়ুন-লখনউয়ের দল কিনে সাত হাজার কোটির ক্রিকেট জুয়া খেললেন সঞ্জীব গোয়েঙ্কা
কলকাতা পুরসভা আগামী দিনে এ ধরনের ওয়াটার ফ্লো করানোর মাধ্যমে, কলকাতা স্থিত গঙ্গার তীরবর্তী বড় ঘাট গুলিতে বিসর্জনের ব্যবস্থা করা হবে। তার জন্য, আগামী দিনে অধিকাংশ পুজো উদ্যোক্তারা এ ধরনের ব্যবস্থার মাধ্যমে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতে উৎসাহিত হলে কলকাতা পুরসভা ইন্সেন্টিভ অথবা পুরস্কার দেওয়ার ভাবনাচিন্তা শুরু করেছে। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে আলোচনায় বসতে চলেছেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর সদস্য বৃন্দ।