সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, কলকাতা: এবার দুর্গা পুজোর মন্ডপে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা ভিড় নিয়ন্ত্রণ করবেন তাদের ডবল ডোজের ভ্যাকসিন বাধ্যতামূলক করলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। সেইসঙ্গে যে সমস্ত ডেকোরেটার্স কর্মী রাত পর্যন্ত জেগে মণ্ডপ তৈরির কাজ করছেন তাদের পুলিশের কাছ থেকে বিশেষ পাশ দেওয়া হবে বলে তিনি জানালেন।
কলকাতা পুলিশের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় কলা মন্দিরে পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে সমন্বয় বৈঠক হয়। এই বৈঠকে পুলিশ কমিশনার সৌমেন মিত্র, যুগ্ম নগরপাল মুরলীধর শর্মা-সহ সমস্ত পুলিশকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে পুজোর কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার জানান,”কোভিড বিধি মেনে আপনাদের সকলকে দুর্গা পুজো করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশ মেনে চলতে হবে। সেই কারণে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা কাজ করবেন তাদের প্রত্যেককে দ্বিতীয় দফার ভ্যাকসিন অবশ্যই নিতে হবে।”
আরও পড়ুন- ছেলে মইনুলকে গুলি করে হত্যার দৃশ্য মোবাইলে দেখলেন বাবা
শহরের বিভিন্ন মণ্ডপে এখন অনেক রাত পর্যন্ত কাজ চলছে। পাশাপাশি চলছে নাইট কারফিউ। তাতে সমস্যা হচ্ছে ডেকোরেটার্স কর্মীদের। সেই সমস্ত কর্মীরা যাতে ছাড় পান তার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছিলেন পুজো কমিটির কর্মকর্তারা। সেই আবেদন মেনে পুলিশ কমিশনার সৌমেন মিত্র বলেন, “এর জন্য সংশ্লিষ্ট থানাতে আবেদন করুন। থানা থেকে মন্ডপ কর্মীদের বিশেষ পাশ দেওয়া হবে।” পুলিশ কমিশনার আরও বলেন, দূ”র্গা পূজায় কোথাও কোনো আগুন লাগলে কিভাবে তাড়াতাড়ি তা নিয়ন্ত্রণ করা যায় এ বিষয়ে দমকল কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবার সিইএসসি কর্মীদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।”
পুলিশ কমিশনার সৌমেন মিত্র
গত বছরের মতো এ বছরও কোভিড পরিস্থিতিতে দুর্গাপুজো কবে। কিভাবে সেই পুজো বিধিনিষেধ মেনে করা যায় তার জন্য ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এই মামলায় এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেয় নি হাইকোর্ট। পুলিশ কমিশনার জানান, এ বিষয়ে হাইকোর্ট যেভাবে গাইডলাইন দেবে তা অক্ষরে অক্ষরে পালন করে দুর্গা পুজো করতে হবে।