কলকাতা: ‘আগে রাস্তায় বাস নামান৷ তার পর ভাড়া বাড়ানো নিয়ে আলোচনা হবে৷’ বাস মালিকদের সংগঠনগুলির সঙ্গে বৈঠকে একথা বলেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম৷ বাস মালিকদের এখনই বাস ভাড়া না বাড়ানোর আর্জি জানান তিনি৷ ভাড়া না বাড়িয়ে বিকল্প উপায়ে সমাধানের পথ খোঁজার পক্ষপাতী রাজ্য৷ তবে বাস মালিকদের কিছুটা সুরাহা দিতে আগামী অক্টোবর পর্যন্ত তাঁদের কোনও ট্যাক্স দিতে হবে না। আগামী ছয় মাসের জন্য কর পুরোপুরি মুকুব করা হল৷
আরও পড়ুন: জ্বালানীতে আগুন ,পথনাটিকায় প্রতিবাদ কংগ্রেসের
সোমবার বাস ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে বসেন বাস মালিকরা৷ ওই বৈঠকে হাজির ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা৷ রাজ্যের তরফে মালিকদের অবিলম্বে বাস নামানোর কথা বলা হয়েছে৷ অন্যদিকে বাস ভাড়া বৃদ্ধি করার আবেদন জানান মালিকরা৷
আরও পড়ুন: পেট্রোপণ্যের দাম কমানোর দাবি জানিয়ে মোদিকে চিঠি মমতার
কিন্তু ফিরহাদ হাকিম আগে মালিকদের রাস্তায় বাস নামাতে বলেন৷ তিনি জানান, আগে রাস্তায় বাস নামান৷ তার পর ভাড়া নিয়ে আলোচনা হবে৷ তবে ভাড়া বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে বলে আশ্বাস দেন ফিরহাদ হাকিম৷
আরও পড়ুন: জ্বালানির সেঞ্চুরি, প্রতিবাদে পথে নামছে তৃণমূল
সরকারের সঙ্গে বৈঠকের পরই গড়িয়াহাটে পাঁচটি বাস মালিক সংগঠন নিজেদের মধ্যে আলোচনায় বসে৷ বৈঠকের পর মালিকপক্ষ ভাড়া বৃদ্ধির পক্ষেই সওয়ান করেন৷ সংগঠনের তরফে জানানো হয়, বেসরকারি বাস মালিকরা সরকারের কাছ থেকে ভর্তুকি পান না৷ কেউ দায় খয়রাতিও করে না৷ বর্ধিত হারে যাত্রীরা ভাড়া দিতে চাইলে সরকারের আপত্তি কীসের? সরকার এই ভাড়াকেই শিলমোহর দিক৷ যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই৷