কলকাতা: চিকিৎসক মানুষের কাছে সাক্ষাৎ ঈশ্বর। তাঁরাই একমাত্র রোগী ও তাঁর পরিবারকে আশার কথা শোনাতে পারেন৷ করোনোকালে তা আরও মর্মে মর্মে উপলব্ধি করছেন সকলে৷ তাই, বৃহস্পতিবার চিকিৎসক দিবসে তাঁদের ভূয়সী প্রশংসা করলেন বিশিষ্টরা৷
এ দিন ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, জাতীয় চিকিৎসক দিবসে সমস্ত চিকিৎসককে শুভেচ্ছা৷ বিশ্ব চিকিৎসা ব্যবস্থায় ভারতের অবদান প্রশংসনীয় এবং তাঁরা আমাদের বিশ্বকে স্বাস্থ্যকর রাখতে বিশেষ অবদান রেখেছেন৷
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, চিকিৎসক দিবস তাঁদের জন্য উৎসর্গকৃত, যাঁরা দক্ষতা অনুযায়ী অসুস্থদের চিকিৎসা করেন৷ এই করোনা পরিস্থিতিতে তাঁদের পরিষেবা বিশেষভাবে প্রশংসনীয়। আমরা এই নিঃস্বার্থ স্বর্গদূতদের কাছে গভীরভাবে কৃতজ্ঞতা , যারা আমাদের বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, চিকিৎসক দিবসে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা৷ অতিমারি পরিস্থিতিতে নিরলসভাবে কর্তব্য করে যাওয়ার জন্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের অবদান অতুলনীয়।
সচীন তেন্ডুলকর লিখেছেন, বিশ্বে যখনই তাঁদের প্রয়োজন হয়, তাঁরা এগিয়ে আসেন৷ শপথ মতো জীবনবাজি রেখে রোগীর সেবা করেন৷ অধ্যবসায় ও নিঃস্বার্থভাবে সমাজের সেবা করার জন্য প্রিয় চিকিৎসদের ধন্যবাদ!
হার্দিক পান্ডেয়া লিখেছেন, চিকিৎসক এবং চিকিৎসাকর্মীরা সত্যিই সুপারহিরো৷ বিশেষ করে বর্তমান যে পরিস্থিতিতে মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাঁদের জন্য কোনও পরিমাণ প্রশংসা যথেষ্ট হবে না। একজন ক্রীড়াবিদ হিসাবে বলি, চিকিৎসকরা আমাদের ক্যারিয়ারের মূল বিষয়৷ সর্বদা কৃতজ্ঞতা৷
অমিতাভ বচ্চন লিখেছেন, আইএমএ-র চিকিৎসকদের প্রতি শুভেচ্ছা ও অহংকার৷ যাঁরা এই ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছে এবং দেশ ও মানবতার সেবায় ব্যক্তিগত ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করছে৷
রাজ্যপাল জগদীপ ধনখড় লিখেছেন, অভিবাদন৷ চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকল সদস্যকে অভিবাদন৷ প্রতিশ্রুতি দিয়ে নিঃস্বার্থ সেবা প্রদান এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে চব্বিশ ঘন্টা কাজ করার জন্য। কোভিড মাহামারী মোকাবিলায় তাঁদের বিশাল অবদান মানবিক পরমতার চূড়ান্ততার উদাহরণ দেয়।
উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু লিখেছেন, নিঃস্বার্থ পরিষেবা প্রদান এবং নিজের জীবনের ঝুকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে ২৪ ঘণ্টা কাজ করার জন্য সকল চিকিৎসককে স্যালুট জানাই৷