কলকাতা: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য। গ্রেফতার এক ব্যবসায়ী। পার্থ চক্রবর্তী নামে ওই অভিযুক্ত গড়িয়ার পাটুলি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন: দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড তিন বিজেপি নেতা
গত ২ জুন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট থেকে কুরুচিকর মন্তব্য করা হয় তাঁর নামে। তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সোমবার রাতে পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: মঙ্গলকোটে তৃণমূল নেতা খুন কাণ্ডে আটক
মঙ্গলবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে আদালতের কাছে। কেন? কী কারণে এই ধরনের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়েও তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।