কলকাতা: ফের হিট অ্যান্ড রান কেসে তোলপাড় টলিপাড়া (Tollywood)। ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীর প্রাণ নেন। রবিবার ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে ভিক্টো ওরফে সিদ্ধান্তকে। তাঁর সঙ্গে থাকা সান বাংলার কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুকেও পুলিশ আটক করে। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কলকাতা পুলিশ সূত্রে খবর, সোমবার আলিপুর কোর্টে পেশ করা হয় সিদ্ধান্ত দাসকে। আদালতের থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আসন্ন তিনদিন লক আপে থাকতে হবে তাঁকে। ফের ১০ এপ্রিল তাঁকে আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে আরিয়ান ভৌমিক, ঋ সেনগুপ্ত, স্যান্ডি সাহা, ভিক্টো ও শ্রিয়া বসু দক্ষিণ কলকাতার একটি নামী পাবে রাতভর পার্টি করেন। তারপর মত্ত অবস্থায় গাড়ি চালান। সেই সময় গাড়িটে ছিলেন শ্রিয়া। দুজনের কেউই সুস্থ অবস্থায় ছিলেন না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে শ্রিয়াকে দেখা যাচ্ছে অপ্রকৃতিস্থ অবস্থায়। ওই পরিচালক ঠাকুরপুকুর থানা এলাকার এক বাজারে গাড়ি ঢুকিয়ে ছয় জন পথচারীকে জখম করেন। এরমধ্যে দুজনের চোট গুরুতর। তাঁদেরই একজন রবিবার বিকেলে মারা যান।
উল্লেখ্য, সান বাংলার নয়া সিরিয়াল ভিডিও বৌমার সঙ্গে যুক্ত অভিযুক্ত পরিচালক। রবিবার তাঁর গ্রেফতারির পর থেকে আপাতত বন্ধ তাঁদের সিরিয়ালের শুটিং। পরিবর্তে শুটিং হয় আউটডোর। সোমবারই চ্যানেল কর্তৃপক্ষ কার্যনির্বাহী প্রযোজকদের নিয়ে বৈঠক করেন। পরিচালকের এমন আচরণে উত্তাল সোশ্যাল মিডিয়া। প্রতিবাদ জানিয়েছেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিংহ মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র সহ আরও অনেকে।
দেখুন আরও খবর: