কলকাতা: গোটা রাজ্যটাই তৃণমূলের (TMC) হাতের বাইরে চলে গেছে। রাজ্যের মানুষ ত্রাহি ত্রাহি করে মুক্তি চাইছে। দাবি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Ghosh)। রাজ্যজুড়ে রক্তাত পঞ্চায়েত ভোটের (Panchayet Electio) পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি তুলেছেন, ৩৫৬ বা ৩৫৫ ধারা লাগু করার। সেই নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভয় পাচ্ছে তৃণমূল। ওদের হাতের বাইরে চলে গেছে। রাজ্যের মানুষ ত্রাহি ত্রাহি করে মুক্তি চাইছে। গোটা দেশ গোটা বিশ্ব সেদিন দেখেছে, কী হয়েছে। এরপর এই সরকারের থাকার কোনও এক্তিয়ার নেই। প্রয়োজনও নেই। তাঁর মতে, এরা থাকলে বাংলার সর্বনাশ হয়ে যাবে।’
পঞ্চায়েত ভোট সন্ত্রাসে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭। এর মধ্যে শাসকদলের কর্মী, সমর্থকরাও । সেই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বলেন, ওদের লোক না। ওরা সমাজবিরোধী। গুন্ডা। ওদের দিয়ে এরা ভোট করাত। এবার পারেনি। সাধারণ মানুষ এবার তৈরি ছিল। পাবলিক গাছে বেঁধে পিটিয়েছে। ফলে গুন্ডারা কেউ কেউ মারা গেছে। তৃণমূলের লোক মানে গুন্ডা। পুলিশ আর গুন্ডা ছাড়া এখন তৃণমূল কংগ্রেসের পাশে কেউ নেই। পুলিশচেষ্টা করছে এখনও। সকালে জ্যাংড়া গিয়ে দেখুন। পুলিশ রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। আর ভিতরে তৃণমূল দাঁড়িয়ে আছে। মিডিয়া ঢুকতে দিচ্ছে না। পুলিস প্রকাশ্যে বলছে, অন্য কেউ ভোট করবে না। শুধু তৃণমূল ভোট করবে। যেখানে মানুষ পেরেছে, গুন্ডাদের রুখে দিয়েছে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | BJP | Birbhum | ভোটে হিংসার প্রতিবাদে খালি গায়ে অভিনব বিক্ষোভ বিজেপির
সেই সঙ্গে রাজ্য সভাপতি থাকার সময় থেকে এখন তিনি অনেক বেশি কাজ করেন বলে দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের প্রাক্তন রাজ্য সভাপতি সোমবার নিউটাউন ইকো পার্কে বলেন, আগে যখন সভাপতি ছিলাম তার থেকে এখন অনেক বেশি কাজ করি। অনেক বেশি এখন মানুষের কাছে যাই, অনেক বেশি ঘুরি। দিলীপের আরও দাবি। ছয় মাস আগে থেকে তিনি পঞ্চায়েত ভোটের জন্য জেলায় জেলায় ঘুরেছেন।
প্রশ্ন ওঠে, তবে কি দলে আবার গুরুত্ব বাড়ছে দিলীপ ঘোষের? তিনি বলেন সেটা জানি না দল আমাকে যে কাজ করতে বলবে সেই কাজই আমি করতে প্রস্তুত। দলে কাউকে এব্যাপারে কিছু জিজ্ঞাসা করা হয় না। আসলে কাজ করতে হয় জমিতে গিয়ে, মাঠে নেমে। আমরা অমিত শাহকে দেখেছি দলের সভাপতি হিসেবে। তিনি ব্লকে মণ্ডলে গিয়ে বৈঠক করতেন। তার ফলে দল আজ সারা দেশে পৌঁছে গিয়েছে। এটাই বেসিক কাজ।