ওয়েবডেস্ক- দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিয়ে বঙ্গ রাজনীতিতে (Politics) জোর চর্চা শুরু হয়েছে। কারণ মূল প্রেক্ষাপটে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, এই নিয়ে নানা ধরনের প্রশ্ন ঘোরাফেরা করছে।
এদিকে বঙ্গ বিজেপি তাঁর সভাপতি নির্বাচন করেছে। নয়া সভাপতি হয়েছেন বিজেপির শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) । আরএসএস-এর (RSS) প্রথম পছন্দ দিলীপ ঘোষ হলেও, বিজেপির সভাপতির করা হয়েছে শমীক ভট্টাচার্যকে।
দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না? দিলীপ ঘোষ কোথায়? তাহলে কী দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন? কারণ দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সেখানে সস্ত্রীক গিয়েছিলেন তিনি। তখন থেকেই জল্পনা শুরু হয়।
এই আবহে সব কথা স্পষ্ট করলেন বিজেপি সদ্য নির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শমীক ভট্টাচার্য বলেন, দিলীপ ঘোষ কোথাও যায়নি। দিলীপ ঘোষ কোথায় গেছে, যে ফিরে আসবেন। তিনি কোথায় যেতে পারেন না। দল তাঁকে যেখানে কাজে লাগানোর সেখানে লাগাবেন।
আরও পড়ুন- জেতা বুথে হারা যাবে না, নির্দেশ বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলের
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শমীক ভট্টাাচার্যকে স্বাগত জানাতে সায়েন্স সিটিতে আয়োজন করা হয়েছিল সম্বর্ধনা অনুষ্ঠানের। কিন্তু সেখানে ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফলে জল্পনা ক্রমশই জোরালো হয়। তবে এই সমস্ত বিতর্ককে খুব একটা আমল দিতে চান না দিলীপ ঘোষ। বরাবরই স্পষ্টভাষী বলে পরিচিত। ইকো প্রাতঃভ্রমণ করা তাঁর নিত্যদিনের অভ্যাস। শরীরচর্চার পাশাপাশি জনসংযোগও সারেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, আমার রাজনৈতিক ভবিষ্যত কী পার্টি ঠিক করে দেবে? ভগবানের খাতায় লেখা আছে। বিজেপি আমাকে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টির আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। নিজে থেকে আমি কিছু চাইনি। সিকিউরিটি, গাড়ি সব দলই আমাকে দিয়েছে। দল যদি এখন মনে করে আমাকে একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করতে হবে, তাহলে তাই করব। আমাকে ডাকলে যাই, না ডাকলে যাই না।
তবে জানা গেছে, স্ত্রী রিঙ্কুকে সঙ্গে গিয়ে তমলুকে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তমলুকের মহাপ্রভু মন্দিরে পুজো দিয়ে মহাপ্রভু মন্দিরে পুজো দেওয়ার পর খিচুড়ি প্রসাদও খান তাঁরা। তমলুক শহর এবং কাঁকটিয়ায় পৃথক পৃথক দুটি কর্মসূচিতেও যোগ দেন তিনি।
দেখুন আরও খবর-