কলকাতা: ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্য-রাজ্যপালের সংঘাত। অভিযোগ, রাজ্যের নিয়োগ করা উপাচার্যকে কোনও আলোচনা ছাড়াই সরিয়ে দেন রাজ্যপাল। অভিযোগ, পুরোটাই হয়েছে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করে।
বৃহস্পতিবার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Diamond Harbour Women’s University) হিসেবে সোমা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করে রাজ্য। ছয় মাসের জন্য তাঁকে নিয়োগ করা হয়। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সোমা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। নির্দেশ যায় আচার্য অর্থাৎ রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছ থেকে। রাজ্যপাল তাঁর ক্ষমতা বলে আগের উপাচার্যকে সরিয়ে দেন। নিযুক্ত হন ডঃ তপন মণ্ডল। এই কাজটা পুরোটাই করেন রাজ্যপাল তাঁর সাংবিধানিক ক্ষমতা বলে। বিষয়টিতে অন্ধকারে থাকে নবান্ন।
এই প্রসঙ্গে উচ্চ শিক্ষা সচিব মণীশ জৈন রাজ্যপালকে জানান, মেম্বার ইন কাউন্সিল (MIC) অন্য কাজে ব্যস্ত থাকার কারণে এই বিষয়ে আলোচনা করতে পারবেন না। অভিযোগ, রাজ্যপাল নিজের ক্ষমতা দেখিয়ে ডঃ তপন মণ্ডলকে উপাচার্য হিসেবে নিয়োগ করেন। সাংবিধানিক ক্ষমতা বলে রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের যে কোনও সিদ্ধান্তের জন্য রাজ্যপালের সই অবশ্যিক। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে।
আরও পড়ুন- Makar sankranti Tweet: শিরে ধনখড়, সংক্রান্তিতে শুভেচ্ছা, হাসির রোল টুইটে
Guv WB Shri Jagdeep Dhankhar as Chancellor Diamond Harbour Women’s University (DHWU) has under section 9(5) of DHWU Act, 2012 appointed Dr. Tapan Mondal, Dean, Faculty of Arts of DHWU to perform the duties of VC for 6 months or till regular VC is appointed, which ever is earlier. pic.twitter.com/47SaTLPkuE
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 14, 2022
স্বয়ং শিক্ষামন্ত্রি ব্রাত্য বসু জানিয়েছিলেন, রাজ্যের ভাবনা চিন্তার কথা। যেখানে আচার্য হিসেবে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার ভাবনা চিন্তা শুরু হয়েছিল। বিষয়টি নিয়ে নবান্নকে আক্রমণ করতেও ছাড়েনি রাজভবন। রাজ্যপাল জগদিপ ধনখড় টুইট করে রাজ্যের এই ভাবনার সমালোচনাও করেছিলেন। সেই বিতর্কের মাঝেই এ ভাবে উপাচার্য বদল যা নতুন করে জল্পনা তৈরি করে।