কলকাতা: আসানসোলের (Asansol) প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীর ব্যক্তিগত চ্যাট নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা সিপিএমের (CPIM) অন্দরমহলে। এবার আরও বাড়ল অস্বস্তি। কসবার পার্টি অফিসে দলীয় সিপিএমের দলীয় অন্তর্দ্বন্দ্ব। সূত্রের খবর, মারপিটের পাশাপাশি চলেছে কামড়াকামড়ি পর্যন্ত। গোটা ঘটনাটি ঘটেছে কসবার ৯১ নম্বর ওয়ার্ডের সিপিএমের এরিয়া কমিটি দফতরে।
আরও পড়ুন: ‘যোগ্য’ তালিকা থেকে নাম বাদ, হাজরায় বিক্ষোভে চাকরিহারারা
ঘটনার শুরু সিপিএমের এরিয়া কমিটির দফতরে চলছিল কমিটির বৈঠক। সেখানেই ঝামেলার সূত্রপাত। কথা কাটাকাটি গড়ায় হাতাহাতি, কামড়াকামড়িতে। ফলে জখম হয়েছে অনেকে। এহেন পরিস্থিতিতে আলোচনা সম্ভব নয়। ফলে ভেস্তে যায় বৈঠক।
এ রাজ্যে দলের নির্বাচনী পারফরম্যান্স এখন বলার মতো নয়। যা শূন্যে এসে ঠেকেছে। এহেন প্রেক্ষাপটে দলীয় অন্তর্দ্বন্দ্ব দলকে আরও বেকায়দায় ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই। স্থানীয় সিপিএম নেতা বলছেন, দু’নম্বর টালিগঞ্জ এরিয়া কমিটিতে হামেশাই এই ঝামেলা হয়ে থাকে। তাতে সাংগঠনিক দুর্বলতা আরও প্রকট হয়ে উঠছে। ভবিষ্যতে সাংগঠনিক শক্তিলাভ হয় কিনা, তা বলা যাচ্ছে না।
দেখুন আরও খবর: