কলকাতা: ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের ‘জাল’ কি রাজভবনেও? বৃহস্পতিবার দেবাঞ্জবনের দেহরক্ষীর ছবি প্রকাশ করে বিতর্ক উসকে দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়৷ তৃণমূলের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দেবাঞ্জন দেবের দেহরক্ষী রাজভবনে রাজ্যপালের পরিবারের সঙ্গে ছবি তুলছেন।
প্রাক্তন বিএসএফ জওয়ান দেবাঞ্জন দেবের দেহরক্ষী ছিলেন অরবিন্দ বৈদ্য। সেই অরবিন্দের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়েরও ছবি রয়েছে। রাজ্যপালের পরিবারের সঙ্গেও অরবিন্দের ছবি রয়েছে। সেই সমস্ত ছবি প্রকাশ্যে এনেছে তৃণমূল। যা ভুয়ো ভ্য়াকসিন কাণ্ডে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
ছবি প্রকাশের পর সুখেন্দুশেখর বলেন, “দেবাঞ্জনের দেহরক্ষী রাজভবনে কেন? যদি রাজ্যপালের সঙ্গে প্রতারকের যোগ থাকলে তা দেশের পক্ষে ভয়ঙ্কর!” তৃণমূলের অভিযোগ, “দেহরক্ষীর হাত দিয়ে বিশেষ খাম রাজ্যপালের কাছে যেত। যদি প্রমাণ হয় ওই সিকিউরিটির সঙ্গে রাজ্যপালের কোনও সম্পর্ক রয়েছে, তাহলে তা দেশের গণতন্ত্রের ইতিহাসে অত্যন্ত ভয়ঙ্কর।”
জাল ভ্যাকসিন কাণ্ডের পিছনে বিজেপি’র হাত থাকতে পারে বলে বুধবারই সন্দেহ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “এই জাল টিকা কাণ্ডের পিছনেও যে বিজেপির হাত নেই, কে বলতে পারে! এটা বিচ্ছিন্ন ঘটনা। সরকারের কেউ এর সঙ্গে যুক্ত নয়। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে৷”
এতদিন দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর ছবি প্রকাশ্যে এনে শাসকদলের উপর চাপ তৈরি করেছিল বিজেপি। এ দিন উলটো চাপের কৌশল নিল তৃণমূল।