কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খুনের হুমকির ঘটনায় অভিযুক্ত অধ্যাপককে মানিকতলার বাড়ি থেকে থানায় তুলে নিয়ে আসল পুলিশ। সূত্রের খবর, তাঁকে হেয়ার স্ট্রীট থানায় জিজ্ঞাসাবাদ করা হবে। কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা জানতে চাওয়া হবে। এর পিছনে অন্য কোনও বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের ওই অধ্যাপকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লাগাতার মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ, ভোটের আগে থেকে তিনি এই হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি ওই পোস্ট এক গবেষকের নজরে আসে। শুক্রবার ওই গবেষক লালবাজার সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। এর পরই তদন্ত শুরু করে লালবাজার।
আরও পড়ুন: EXCLUSIVE: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি অধ্যাপকের
ওই গবেষক অভিযোগ পত্রে জানিয়েছিলেন, ২৬ অগস্ট দুপুর ২টো নাগাদ তিনি ফেসবুকে মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার পোস্টটি দেখতে পান। ২৫ অগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের ওই অধ্যাপক পোস্টটি করেছিলেন। বিতর্কিত ওই পোস্টে মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে। রাজ্যবাসী হিসেবে তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানান তিনি। অভিযোগ পত্রের সঙ্গে ওই গবেষক বিতর্কিত পোস্টটির কিছু স্ক্রিনশট জমা দিয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, লালবাজারে অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্ত অধ্যাপক সমস্ত বিতর্কিত পোস্ট মুছে দেন ২৮ অগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও ডিলিট করে দেন। সে কারণেই তাঁর বাড়িতে ফরেন্সিক দলের সদস্যরা গিয়ে ল্যাপটপ, ফোন বাজেয়াপ্ত করে। পুলিশে অনুমান ওই গ্যাজেটগুলি থেকেই পোস্টগুলি করা হয়েছিল। কতবার এ ধরণের পোস্ট করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কারা কারা ওই পোস্টে সমর্থন জানিয়েছিলেন, তাও তদন্ত করে দেখা হবে।