কলকাতা: দলীয় কর্মসূচিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। আর এই হেনস্থার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিকের। অভিযুক্ত আকাশ মাগারিয়া কলকাতা পুলিশের ডিসিপি সাউথ পদে কর্মরত রয়েছেন। এমনই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার প্রয়াত বিজেপি নেতা মানস সাহার শেষযাত্রায় সামিল হয়েছিলেন পদ্ম শিবিরের এক ঝাঁক নেতানেত্রী। রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, পুরুলিয়া এবং ব্যারাকপুরের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও অর্জুন সিং ছিলেন ওই মিছিলে। সেখানেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল-সহ অন্যান্য বিজেপি নেতাদের হেনস্থা করার অভিযোগ করা হয়েছে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।
আরও পড়ুন- যেন এক টুকরো শান্তিনিকেতন, করোনার জন্য গাছের তলায় চলছে স্কুল
বৃহস্পতিবার বিজেপি নেতা মানস সাহার দেহ নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয় দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায়। রাস্তার মাঝে শুয়ে পড়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই সময়েই ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং অন্যান্য বিজেপি সাংসদদের হেনস্থা করে লালবাজারের ডিসিপি সাউথ আকাশ মাগারিয়া। এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।
বিজেপির অভিযোগপত্র
প্রমাণ হিসেবে বিজেপির পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হাত ধরে টানছেন পুলিশ আধিকারিক আকাশ মাগারিয়া। অবিলম্বে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। উপনির্বাচনের কাজ থেকে ওই আধিকারিককে সরিয়ে দেওয়ার দাবিও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।