কলকাতা: ফের বিঘ্নিত মেট্রো পরিষেবা(metro service)। মেট্রো সূত্রের খবর, সোমবার দুপুরে দক্ষিণেশ্বর স্টেশনে (Dakshineswar) ঢোকার মুখে আচমকাই একটি রেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন(power outage) হয়ে যায়। যাত্রীদের নিরাপদে স্টেশনে নামিয়ে আনা হয়। বেশ কিছুক্ষণ রেকটি চালানো যায়নি। নোয়াপাড়া থেকে ট্রেন চলাচল করে। পরে অবশ্য আপ ও ডাউনে পরিষেবা স্বাভাবিক হয়ে যায়।
এর আগে ২৭ নভেম্বর, শনিবারও প্রযুক্তিগত ত্রুটির কারণে দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করেন ইঞ্জিনিয়াররা। দিনকয়েক আগেও যান্ত্রিক গোলযোগে অফিস টাইমে মেট্রো চলাচল বিঘ্নিত হয়েছিল। মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটতে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, খবর পেলেই দ্রুত পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়।