কলকাতা : করোনা বিধিনিষেধের জেরে রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুবিধার্থে চলছে গুটি কয়েক স্টাফ স্পেশাল। করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় খুলেছে অফিস, আদালত। হাতেগোনা ট্রেনে গন্তব্যে পৌঁছতে প্রবল ভিড়ের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। স্টাফ স্পেশাল, তাই আলাদা করে কামরা ভাগ নেই ট্রেনে। লেডিস হোক বা ভেন্ডার, অফিস টাইমে তিল ধারনের জায়গা থাকছে না কোনও বগিতেই। কর্মব্যস্ত সময়ে বাদুর ঝোলা ভিড়ে চাপ বাড়াচ্ছে কাঁচাবাজারের বিক্রেতারা। ঠাসাঠাসি করেই কাঁচাবাজারের সব্জির ঝুড়ি, বস্তার সঙ্গে যন্ত্রণার যাতায়াত করছেন নিত্যযাত্রীরা। ভিড় ট্রেনে ঝুঁকির যাতায়াতে বিপদের সম্ভবনাও কম নয়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ভিড় কমাতে। স্টাফ স্পেশালের সঙ্গে এবার কৃষক স্পেশাল ট্রেন চালু হবে শিয়ালদহ শাখায়। শিয়ালদহ থেকে বিভিন্ন রুটে স্টাফ স্পেশাল ট্রেনেই নিত্য প্রয়োজনীয় জিনিস, সব্জী, মাছ নিয়ে যাতায়াত করতে হচ্ছে ভেন্ডারদের। প্রবল ভিড়ে নিত্যযাত্রীদের সঙ্গে নাজেহাল হচ্ছে কৃষকরাও। এবার তাদের সুবিধার্থে শিয়ালদহ রুটে দুটি কৃষক স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। এই পরিষেবা চালু হলে শিয়ালদহ রুটে ভিড় বেশ খানিকটা কমবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, কৃষক স্পেশালের একটি ট্রেন গেদে থেকে ভোর ৩টে নাগাদ শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে।
আরও পড়ুন: স্বামীর রহস্যজনক মৃত্যু, পরকীয়া সন্দেহে স্ত্রীর চুল কেটে দিল মাতব্বরেরা
অপর ট্রেনটি শান্তিপুর থেকে দুপুর ১টা বেজে ২০ মিনিটে ছাড়বে। ৯টি কোচের এই ট্রেনে ৪টি ভেন্ডার কোচ ও ২টি সাধারণ কোচ থাকবে। সপ্তাহে ৬দিন মিলবে এই পরিষেবা। যাতায়াতের জন্য মান্থলি ও সাধারণ টিকিট মিলবে নির্দিষ্ট কাউন্টার থেকেই।
আপাতত দুটি ট্রেনই চালানো হবে এই রুটে। পরবর্তীকালে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে। শিয়ালদহ মেন শাখার পাশাপাশি দক্ষিণ শাখা ও কর্ড লাইনে বহু কৃষক পণ্য সামগ্রী নিয়ে প্রতিদিন যাতায়াত করে। করোনা বিধিনিষেধে জেরে ট্রেনের সংখ্যা কম থাকায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। পরিস্থিতির কথা মাথায় রেখে শিয়ালদহ উত্তর শাখার পাশাপাশি দক্ষিণশাখাতেও আগামীদিনে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।