কলকাতা: খাস কলকাতায় পুলিশের উর্দি চুরি করে দাদাগিরির অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনা কসবা এলাকার। স্থানীয়রা থানায় ফোন করে অভিযোগ জানালে, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং-কে (Neeraj Singh) গ্রেফতার করে প্রগতি ময়দান থানার (Pragoti Maidan Police Station) পুলিশ। তাকে ১৪ দিনের জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, কসবার রাস্তায় শুক্রবার সন্ধ্যে থেকে এক যুবককে মদ্যপ অবস্থায় দেখতে পান এলাকার মানুষজন। বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে তার দাদাগিরি। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন করতেই চড়াও হন ওই যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে স্থানীয়রা পুলিশকে ফোন করেন। তারা অভিযোগ করেন, একজন সিভিক ভলেন্টিয়ার পুলিশের উর্দি পরে লাগামছাড়া তোলাবাজি করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান কসবা থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই যুবকের কাছে জানতে চান তিনি কোন থানার কনস্টেবল? যুবক উত্তর দিতেই স্পষ্ট হয়ে যায় তিনি আসলে কনস্টেবল নন, তিনি আদতে প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার। নীরজের সঙ্গে আসিফ আলি নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধেও পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের জেরার মুখে পরে নীরজ স্বীকার করে তিনি আগেও বহুবার এই ধরনের কাজ করেছেন।
আরও পড়ুন: রাজ্যে ফের করোনার থাবা, আক্রান্ত ২
শনিবার আদালতে আইনজীবি বলেন, এলাকায় অশান্তি পাকানোক চেষ্টাও করেন নীরজ। এই ধৃত দুজন ছাড়াও আরও কয়েকজন জড়িত থাকতে পারে এই ঘটনায়। কারণ এর আগেও নীরজের বিরুদ্ধে মন অভিযোগ উঠেছে।
আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নাম জড়ায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। তারপরও থামছে না এই ধরনের ঘটনা। গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে লালবাজার থানা ।
দেখুন অন্য খবর :