কলকাতা টিভি ওয়েব ডেস্ক : রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির পরিমাণ। ক্রমশ এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দু’তিনদিনের মধ্যে বাংলা -উড়িষ্যা উপকূলে পৌঁছবে। ফলে বদলাবে আবহাওয়া।
কলকাতা
টানা কয়েকদিনের বৃষ্টিতে নাজেহাল কলকাতাবাসী। বৃহস্পতিবারে কলকাতার আকাশ থাকবে মেঘলা। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, গরম বাড়লেও দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রী। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১.২ মিলিমিটার।
দক্ষিনবঙ্গ
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় আংশিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি বাড়বে শনি- রবিবার থেকে। রবি ও সোমবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দার্জিলিং ও আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকার অন্য জেলাতেও।
ভারী বৃষ্টি
আগামী ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা। রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টি বাড়বে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।