কলকাতা: ঘূর্ণিঝড় অশনি আসার আগেই বদলাবে দুই বঙ্গের আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগরে অবস্থিত নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে শনিবার। রবিবার ওই নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। যা মঙ্গলবারের মধ্যে ধীরে ধীরে উত্তরপশ্চিম দিকে সরে যাবে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১০ থেকে ১৩ মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ১১-১৩ মে-র মধ্যে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে সতর্কবার্তা। ১০ মে থেকে পশ্চিমবঙ্গ এবং ওডিশার সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য শুক্রবার রাজ্যের মুখ্যসচিব দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। দুর্বল সেতু গুলোকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি করতে বলা হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে প্রত্যেক কন্ট্রোলরুমগুলিকে সক্রিয় রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন- Cyclone Asani: অশনির সতর্কতায় উপকূলে সকাল থেকেই তৎপর প্রশাসন
অন্যদিকে, উপকূলবর্তী জেলাগুলির বিস্তীর্ণ এলাকায় মাইকিং করে সর্তকতা জারি করেছে রাজ্য সরকার। বিশেষ করে কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, মৌসুমী, সাগর-সহ একাধিক এলাকায় মাইকিং চালানো হচ্ছে। একইসঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর। এমনকি আগাম প্রস্তুতি হিসেবে কাকদ্বীপ মহাকুমা শাসকের তরফে বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে এক দফা বৈঠকও সেরে ফেলা হয়েছে।