কলকাতা: করোনা অতিমারির সুযোগ নিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করে গ্রেফতার দুই। ধৃতেরা হলেন চন্দন ভাই লাঠিয়া এবং ভাগানি চিন্তন ভরত। এই দুই ভাই গুজরাটের বাসিন্দা। ছেলেদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ডেবিট কার্ড উদ্ধার করেছে পুলিশ।
আরও: নির্বাচন কমিশনে ওয়েবসাইট হ্যাক করে ছাপছে ভোটার কার্ড! পুলিশের জালে যুবক
পুলিশ সূত্রে খবর, করোনার আবহে বেকার যুবকদের কাজ দিত এই দুই অভিযুক্ত। মূলত অনলাইন আধার কার্ড দিয়ে ডাটা এন্ট্রির কাজ করানো হত তাঁদেরকে। কিন্তু মাঝেমধ্যেই কর্মরত যুবকদের একটি আইনজীবীর নোটিশ পাঠাতেন তাঁরা। সেই নোটিশে বলা হতো ভুল তথ্য এন্ট্রি হয়েছে। আইনত অপরাধ। মামলা করার ভয় দেখিয়ে এই ভাবেইনা প্রতারিত করা হতো কর্মরত যুবকদের। তারপর তাঁদের থেকে মোটা টাকা তোলাবাজি করত ওই দুই ভাই। আইনজীবীর নোটিশটি ও হত সম্পূর্ণ ভুয়ো।
আরও: শহরে রহস্যমৃত্যু এক কিশোরের, শরীরে গভীর আঘাতের চিহ্ন
গত ১৬ ই জুলাই গোটা বিষয়টিতে সন্দেহ জাগে এক প্রতারিত ব্যক্তির। তিনি দ্বারস্থ হন বিধান নগর সাইবার ক্রাইম থানার। ওই ব্যক্তি অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। পাকড়াও করা হয় প্রতারণা কাণ্ডে জড়িত দুই ভাইকে। এই ঘটনায় তাদের সঙ্গে আরও একটি বড় চক্র জড়িত রয়েছে বলে জানতে পারে পুলিশ। তাদের খোঁজেও শুরু হয়েছে তল্লাসি।