কলকাতা: ফের বাড়ছে করোনার (Corona) দৈনিক সংক্রমণ। এই অবস্থায় আবারও করোনা বিধি লাগু হতে চলেছে নকলকাটা হাই কোর্টে (Highcourt) । বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল হাই কোর্ট প্রশাসন। এদিনই নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সকলকে সচেতন হওয়ার পরামর্শ এবং নতুন করে করোনা বিধি মেনে সকলকে কাজ করার পরামর্শ দেন। এই আবহেই আদালতের (Calcutta High Court) তরফে জানানো হয়েছে, দেশ তথা রাজ্য জুড়ে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। তাই ফের আদালতে করোনা বিধি চালু করা হচ্ছে।
ওই বিজ্ঞপ্তি অনুসারে, আদালতে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা মাপতে হবে। আদালতে আইনজীবী থেকে বিচার প্রার্থী ও আদালত কর্মী সকলকেই মাস্ক-স্যানিটাইজার (Mask – Sanitaizer) ব্যবহার করতে হবে। সামাজিক দ্রুত বজায় রাখতে হবে প্রত্যেকের মধ্যে। মামলা চলাকালীন এজলাসে অবাঞ্চিত ভিড় করা যাবে না, এবং নির্দিষ্ট সময়ের পর বার অ্যাসোসিয়েশনের ঘরগুলোও ফাঁকা করতে হবে বলেও জানানো হয়েছে। আদালতে প্রায় প্রিতিদিনি হাজার হাজার মানুষের ভিড় হয়। আর এখন যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন মামলার সংখ্যা বাড়ছে তাতে হাইকোর্টে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেকারণে আগে থেকেই এই সতর্কতা বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Kaliaganj | কালিয়াগঞ্জ কাণ্ডে ২৩ জনের ১৪ দিনের জেল হেফাজত, বাকি ৯ অভিযুক্ত পুলিশ হেফাজতে
কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতি করোনা আক্রান্ত হয়েছিলেন।তাঁদের মধ্যে রয়েছেন বিচারপতি রবীন্দ্র এস ভাট, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র। হঠাৎ করে একসঙ্গে এতজন বিচারপতির করোনা আক্রান্তের ঘটনায় শীর্ষ আদালতের বহু বেঞ্চে রদবদল করতে হয়েছে। পিছিয়ে গিয়েছে একাধিক মামলার শুনানি। তবে এখনও পর্যন্ত হাইকোর্টে কেই করোনা আক্রন্ত হয়নি।