কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) পর বছর ঘুরেছে। সরকারি হাসপাতালের ভিতর এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণ করা হয়। মামলায় নাম জড়ায় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। ফের একবার সংবাদের শিরোনামে তাঁরা। দুজনকেই সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিলেন বিচারক অরিজিৎ মণ্ডল।
আরজি করের ক্রাইম সিন ঘুরে দেখার আবেদন করেছে পরিবার। সেই মামলার শুনানিতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিলেন বিচারক অরিজিৎ মণ্ডল। মঙ্গলবার দুজনকেই আদালতে হাজিরা দিতে হবে। কোনও মতামত থাকলে তাঁরা জানাবেন আদালতে। শুনানিতে রাজ্যের তরফ থেকে সরকারি আইনজীবীকেও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: শান্তনুর রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে
উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে জামিন পান তিনি। কিন্তু নির্যাতিতার পরিবার দাবি করে, জামিনের পর একবারও কোর্টে হাজিরা দেননি তিনি। পরবর্তীতে কোর্টের নির্দেশ পেলে হাজিরা দেন প্রাক্তন ওসি।
তবে একা অভিজিৎ নয়। আরজি কর কাণ্ডে ধর্ষণ-খুনকাণ্ডে অন্যতম অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অভিজিতের মতো তিনিও এই মামলাটিতে জামিন পেয়েছেন। তবে বর্তমানে আর্থিক দুর্নীতির মামলায় জেলে আছেন সন্দীপ। শিয়ালদহ আদালতে তাঁকেও হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু জেলে থাকার কারণে তাঁকে হাজির করানো যায়নি। সোমবার বিচারক দুজনকেই হাজিরার নির্দেশ দিয়েছেন।
দেখুন আরও খবর: