কলকাতা: ভবানীপুর-সহ ৩ কেন্দ্রের ভোট গণনা শুরু হল। সকাল ৮টায় গণনা শুরু হয়েছে। ভবানীপুরে গণনা হবে ২১ রাউন্ড। জঙ্গিপুরে ২৬ রাউন্ড ও সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। ভোট গণনাকেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। নিরাপত্তার দায়িত্বে স্থানীয় পুলিশ, রাজ্য পুলিশ ছাড়াও কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা হচ্ছে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে পাঁচজনের বেশি যেতে পারবেন না৷
আরও পড়ুন: উপনির্বাচনের ভোটগণনার পরেও হতে পারে হিংসা, আশঙ্কা প্রিয়াঙ্কার
নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি কেন্দ্রের গণনাই ১৪টি টেবিলে হবে। কোভিড পরিস্থিতির জন্যই এ বার গণনার রাউন্ড অন্যবারের তুলনায় কিছুটা বেশি। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হবে। তার পর ইভিএম খোলা হবে। ৫ শতাংশ ভিভিপ্যাটও গোনা হবে। বেলা গড়ালেই ট্রেন্ড বোঝা যাবে। দুপুর ২-টোর মধ্যে ফলাফল মোটামুটি পরিষ্কার হয়ে যাবে।
নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী, ভবানীপুরে মোট পড়েছে ৫৭.০৯ শতাংশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল ৬১.৭৯ শতাংশ। সামশেরগঞ্জ কেন্দ্রে ভোট পড়েছে ৭৯.৯২ শতাংশ ও জঙ্গিপুরে ভোট পড়েছে ৭৭.৬৩ শতাংশ। এই দুই কেন্দ্রের একটিতে ত্রিমুখী এবং অন্যটিতে চর্তুমুখী লড়াই হয়েছে।
আরও পড়ুন: নজর ভবানীপুরে, ঠিক হবে মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ
ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সিপিএমের শ্রীজীব বিশ্বাস। মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভায় লড়াই ত্রিমুখী। তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সুজিত দাস, আরএসপির প্রার্থী জানে আলম মিঞা।
মুর্শিদাবাদেরই আরেক কেন্দ্র সামেশরগঞ্জে এ বার লড়াই চতুর্মুখী। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তৃণমূলের আমিরুল ইসলাম। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন মিলন ঘোষ। কংগ্রেসের জইদুর রহমান ও সিপিএমের মোদাসসর হোসেনও লড়াইয়ে রয়েছেন এই কেন্দ্রে।
আরও পড়ুন: কলকাতা টিভির পাশে মমতা, ধন্যবাদ জানিয়ে সম্পাদক কৌস্তুভ রায়ের টুইট