কলকাতা: রাজ্যে এখনও জারি রয়েছে করোনা বিধিনিষেধ। তার মধ্যেই করোনা বিধিভঙ্গের অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করল পুলিশ।
শনিবার রাতে জোরে জোরে মিউজিক বাজিয়ে ডিজে চলছিল পার্ক হোটেলে। এরপরেই পার্কস্ট্রিট থানার পুলিশ পার্ক হোটেলে রেড করে। সূত্রের খবর অনুযায়ী, পুলিশ রেড করতে গেলে পুলিশকে ধাক্কা দেওয়া হয়। এমনকী পুলিশকে কাজে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। পুলিশ জানিয়েছে, অনেক লোকজন ছিল। ডিজে বাজানো হচ্ছিল। মানা হয়নি রাজ্য সরকারের বিধি-নিষেধ। করোনা ছড়াচ্ছিল তারা।
এই ঘটনায় ৩৭ জন কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও দুটি গাড়ি, দুটি পায়োনিয়ার ডিজে ডেস্ক, একটি এমপ্লিফায়ার, দুটি সাউন্ড বক্স, একটি ডিজে লাইট, তিনটি হুক্কা, চারটে মদের বোতল, চারটি খালি গ্লাস, একটি গাঁজার পুরিয়া, ৩৮ টি মোবাইল ফোন এবং দুটি সেট অফ কেস লিস্ট সিজড করা হয়েছে।