কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) অনুমতি পেল কাঁথির রিক্রিয়েশন ক্লাব৷ স্পেশাল অফিসারের রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবার কাঁথি ক্লাবকে পুজোর অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ আদালতের এই নির্দেশকে প্রশাসনের বিরুদ্ধে জয় হিসেবে দেখছেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুগামীরা৷ কেননা এই প্রথম কাঁথি ক্লাবকে পুজোর ছাড়পত্র দিয়েও তা প্রত্যাহার করে নেয় সেচ দফতর৷
আরও পড়ুন: দলীয় কর্মীর দেহ নিয়ে বিক্ষোভের চেষ্টা বিজেপি’র, কালীঘাট ব্রিজে ধুন্ধুমার
যদিও এদিন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ সেচ দফতরের মাঠেই পুজো করার অনুমতি দিয়েছে৷ জানিয়েছে, ১৮ অক্টোবরের মধ্যে মাঠ খালি করতে হবে৷ বুধবার আদালত একজন স্পেশাল অফিসার নিয়োগ করেছিল৷ ২২ বছরের ওই পুজোয় কেন অনুমতি দেওয়া হবে না তা ওই অফিসারকে খতিয়ে দেখতে বলা হয়েছিল৷ তিনি যে রিপোর্ট জমা দেন তার ভিত্তিতে আদালত আজ এই নির্দেশ দেয়৷
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার লিক করেই কড়েয়ায় বিস্ফোরণ, দাবি ফরেন্সিক দলের
বলে রাখা ভালো, রিক্রিয়েশন ক্লাবের সভাপতি হলেন শুভেন্দু অধিকারী৷ যিনি এখন রাজ্যের বিরোধী দলনেতা৷ ক্লাব কর্তাদের অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারী ক্লাবের সভাপতি বলেই পুজোর অনুমোদন দেওয়া হয়নি৷ অথচ ২২ বছর ধরে ওই সেচ দফতরের মাঠেই পুজো হয়ে আসছিল৷ গত ১৬ অগস্ট নিয়ম মেনে সেচ দফতরের কাছে অনুমতি চাওয়া হয়েছিল৷ তিনদিন পর প্রশাসনের তরফে অনুমতিও মেলে৷ কিন্তু অভিযোগ, সেচ দফতরের এক আধিকারিক ক্লাবকে জানান, শুভেন্দু অধিকারীকে ক্লাব সভাপতির পদ থেকে না সরালে পুজোর অনুমতি দেওয়া যাবে না৷ ক্লাব কর্তাদের একাংশের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশেই পুজোর অনুমোদন বাতিল করা হয়েছিল তা আদালতের নির্দেশেই পরিষ্কার৷