কলকাতা: মঙ্গলবার সকালে ভোট গণনা চলাকালীন নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে সংঘর্ষে জড়াল কংগ্রেস ও তৃণমূল (Congress-TMC clash)। ৪৫ নম্বর ওয়ার্ডে গণনা হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামে (tmc-congress clash)। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক জয়ী বলে ঘোষণার পরই বাবুঘাটের কাছে উত্তেজনা দেখা দেয়। দু’ দলেরই প্রচুর সমর্থক ওই চত্বরে জমা হয়ে ছিল (congress vs tmc fight)। কংগ্রেস কর্মীরা বিজয় মিছিল বার করার পরই তার ওপর হামলা হয় বলে কংগ্রেস এর অভিযোগ। পরে সংঘর্ষে জড়িয়ে পরে দুই দলের সমর্থকরা। এক কংগ্রেস কর্মী জানান, তৃণমূলের পরাজিত প্রার্থী শক্তি প্রতাপ সিংয়ের নেতৃত্বে হামলা হয় । পুলিসের সামনেই কংগ্রেস সমর্থকদের মারধর করা হয়।
আরও পড়ুন- ‘ গণ উৎসবে গণতন্ত্রের জয়’, প্রতিক্রিয়া মমতার
রবিবার ভোটের দিনও ৪৫ নম্বর ওয়ার্ড সকাল থেকেই ছিল উত্তপ্ত। ব্রাবোন রোডের একটি বুথ থেকে কংগ্রেস প্রার্থীর নির্বাচনী এজেন্ট অমিতাভ চক্রবর্তীকে মেরে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। একাধিক বুথে ওই দিন ব্যাপক ছাপ্পা ভোট পড়ে। তৃণমূলের অভিযোগ, কংগ্রেস প্রার্থী দলবল নিয়ে দিনভর তাণ্ডব চালান।
তৃণমূলের এই সবুজ ঝড়ের মধ্যেও ৪৫ নম্বর ওয়ার্ডে চতুর্থবারের জন্য নিজের গড় ধরে রাখলেন কংগ্রেসের সন্তোষ পাঠক। ২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সন্তোষ ওই ওয়ার্ডে টানা জিতে এসেছেন। এবারও তাঁর জয়ের ধারা অক্ষুণ্ন থাকল।