কলকাতা: খোদ মহাকরণেই সিঁধ কাটল চোর! কড়া নিরাপত্তার ফাঁক টপকে রাজ্যের আইন দফতর থেকে নিঃশব্দে গায়েব আস্ত দুটি কম্পিউটার মেশিন। তালাটি অবশ্য অক্ষতই রয়েছে। ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে লালবাজার। অভিযোগ মিলতেই ঘটনার তদন্ত শুরু করেছে অ্যান্টি বাগলারি সেকশন। জুডিশিয়াল ডিপার্টমেন্টের লোয়ার ডিভিশন অ্যাসিটেন্ট সৌমিত্র মণ্ডলের টেবিল থেকে কিবোর্ড, মনিটর, সিপিইউ তুলে নিয়ে গেল চোর।
আরও পড়ুন: সল্টলেকে চুরি, তদন্তে হাতিয়ার সিসিটিভির ফুটেজ
পুলিশের অনুমান, ২৫ জুন অফিস বন্ধ হওয়ার পর এই ঘটনা ঘটেছে। মহাকরণের এক কর্মীর বক্তব্য, সোমবার তিনি কম্পিউটারটি ডেস্কে অক্ষত অবস্থায় দেখেছিলেন। পরে বিষয়টি লক্ষ্য করে রীতিমতো চমকে ওঠেন তিনি। মহাকরণের ভিতর কম্পিউটার চুরি হতে পারে তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। বিষয়টি বুঝতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন তিনি। কম্পিউটারে গুরুত্বপূর্ণ নথি ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।