কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে এবার লক্ষীর ভান্ডার। সোমবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন মুখ্য সচিবের সঙ্গে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকেই দেশ বিদেশের শিল্পপতিদের সামনে ভার্চুয়ালি মহিলা উপভোক্তাদের হাতে টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পরই জেলাশাসকদের পুরো বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
সোমবার জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নারী ও সমাজ কল্যাণ দফতরের সচিব। এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। নতুন আবেদনকারীদের হাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেবেন লক্ষীর ভান্ডারের টাকা। নবান্ন সূত্রে খবর, প্রায় ২৩ লক্ষ নতুন আবেদনকারী লক্ষীর ভান্ডারে নাম নথিভুক্ত করেছেন।
আগামী এপ্রিল মাসের ২০ ও ২১ তারিখ রাজ্যে বসতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সোমবারই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ২০ এপ্রিল সম্মেলনের প্রথম দিনেই এই চুক্তি স্বাক্ষরিত হবে। ছাত্র-ছাত্রীদের গবেষণার জন্যই ‘রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস’-এর সঙ্গে হাত মেলাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এই চুক্তির ফলে একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাশিয়ায় গিয়ে গবেষণার সুযোগ পাবেন, ঠিক তেমনই মস্কো থেকে বাংলায় এসে গবেষণা করতে পারবেন পড়ুয়ারা।
গত দু’বছর বাণিজ্য সম্মেলন হয়নি রাজ্যে। করোনা পরিস্থিতির জেরেই গত দু’বছর এই সম্মেলন স্থগিত রাখা হয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তৃতীয় বার জয়ের পর প্রথম বাণিজ্য সম্মেলন আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে ইতিমধ্যেই মুম্বইয়ে শিল্পপতিদের বৈঠকে অংশ নিয়েছেন মমতা। দিল্লি-সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁকে রাজ্যের বাণিজ্য সম্মেলন উদ্বোধনের আমন্ত্রণও জানিয়ে এসেছেন তিনি।