ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Cm Mamata Banerjee) স্বপ্ন আজ বাস্তবের রূপ নিতে চলেছে। বাংলা নববর্ষের (Bengali New Year) আগে রাজ্যবাসীর জন্য উপহার রাজ্য সরকারের (State Government)।
আজ সোমবার সন্ধ্যা ৭ টায় কালীঘাটের (Kalighat) স্কাইওয়াকের (SkyWalk) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮২ কোটি টাকা খরচ করে ‘স্বপ্নের’ স্কাইওয়াক উদ্বোধন হবে বাংলা নববর্ষের আগের দিন।
উদ্বোধনের আগে রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর মায়ের সঙ্গে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া
প্রতি বছরই চৈত্র সংক্রান্তিতে কালীঘাটে পুজো দেন মুখ্যমন্ত্রী। এবার আজ সেই স্কাইওয়াকের উদ্বোধন হবে তাঁরই হাতে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজিপি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও।
এই স্কাইওয়াক মেট্রো ও প্রধান রাস্তার সঙ্গে সংযুক্ত। বিশেষ করে এই স্কাইওয়াক বয়স্ক পুণ্যার্থীদের সুবিধা দেবে। দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব।
কালীঘাট স্কাইওয়াকের পরিকল্পনা অনেকদিনের। ২০১৮ সালে দক্ষিণেশ্বরের আদলে এই স্কাইওয়াক তৈরির জন্য অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার। পরে হকার সমস্যা থেকে শুরু করে যানজটের কারণে কাজ পিছিয়ে যায়। ২০২২ সালে কাজ শুরু হয়। প্রতিশ্রুতি দেওয়া হয়, আঠারো মাসের মধ্যে নির্মাণের কাজ শেষ করে মন্দির সংলগ্ন হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে পৌরনিগম।
স্কাইওয়াকে ওঠা-নামার জন্য রয়েছে মোট তিনটি সিঁড়ি, লিফ্ট ও চারটি চলমান সিঁড়ি রয়েছে। সৌন্দর্যায়নেও নজর দেওয়া হয়েছে। দেওয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে কালীঘাট মন্দিরের পটচিত্র। তৈরি করা হয়েছে পাঁচটি ডোম বা গম্বুজ। সেইসঙ্গে আলোকসজ্জাতে সাজিয়ে তোলা হয়েছে এই স্কাই ওয়াক।
দেখুন অন্য খবর-