কলকাতা: সোমবার চিকিৎসকদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। সরকারি এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বৈঠকে ডাকা হয়েছে। থাকবেন বেসরকারি হাসপাতালের পরিচালকরাও। আরজি কর কাণ্ডের পরবর্তী সময়ে এই বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেবেন, তার দিকে তাকিয়ে স্বাস্থ্য মহল। এই বৈঠকের কথা অবশ্য মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন।
স্বাস্থ্য ক্ষেত্রের নানা অব্যবস্থা নিয়ে চিকিৎসকদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে।
সরকার বিরোধী চিকিৎসক সংগঠনগুলির অভিযোগ, স্বাস্থ্য ব্যবস্থায় পচন ধরে গিয়েছে। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর তা সামনে চলে এসেছে। যদিও মুখ্যমন্ত্রী তা মানতে রাজি নন। সম্প্রতি নিউটাউনে এক বেসরকারি হাসপাতালের নতুন ক্যাম্পাসের শিল্যান্যাস অনুষ্ঠানে তাঁর দাবি, স্বাস্থ্য ক্ষেত্রে আমরা বিপ্লব এনেছি।
আরও পড়ুন:“খতিয়ে দেখা দরকার…,” মার্কিন অনুদান প্রসঙ্গে মন্তব্য জয়শঙ্করের
সোমবারের এই বৈঠকের আয়োজন করেছে স্বাস্থ্য দফতরের গ্রিভান্স এন্ড রিড্রেসাল কমিটি। ওই বৈঠকের আগে কমিটি জেলায় জেলায় ঘুরে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা বলেছে। তাতে অনেক খামতির কথা উঠে এসেছে। কালকের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয় কি না, সেটা দেখার। তবে চিকিৎসকদের কোনও সংগঠনকে এই বৈঠকে ডাকা হয়নি।
এলাকায় কৃষকদের অভাব অভিযোগ দূর করার স্বার্থে এক বেসরকারি সংস্থার সাথেও যুক্ত রয়েছেন তিনি বলে যানান । রাহুল গান্ধীর পাহাড় থেকে সাগর পদযাত্রাতেও অংশ গ্রহণ করে তিনি কোহিমা থেকে কিষাণগঞ্জ পর্যন্ত পৌঁছে ছিলেন। পরে পারিবারিক কারনে বাড়ি ফিরতে হয়েছিল তাকে। মুম্বাই পর্যন্ত না পৌঁছানোর আক্ষেপ মেটাতেই তিনি পুনরায় সাইকেলে মহাকুম্ভ ও পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
দেখুন আরও খবর: