কলকাতা: রাজ্যে এসআইআর (SIR) লাগু হয়ে গিয়েছে। ব্লক লেভেল অফিসার বা বিএলও-দের প্রশিক্ষণ পর্ব। আর এই প্রশিক্ষণ ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি হয়ে উঠল কলকাতা-সহ একাধিক জেলায়। তার মূল কারণ, বিএলও (BLO)-র প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন দফতর সরকারি কর্মীদের একাধিক দাবিদাওয়া। প্রক্রিয়া শুরুর আগে থেকেই এই ইস্যুতে সরব হয়েছেন সরকারি কর্মীরা। এবার সেই প্রক্রিয়া শুরু হতে না হতেই বাড়ল বিক্ষোভ। শনিবার কলকাতার নজরুল মঞ্চে বিএলও-দের প্রশিক্ষণ চলাকালীন শুরু হয় বিক্ষোভ।
পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার এসআইআর হচ্ছে। এই কাজে বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন। শনিবার কলকাতার দু’টি জায়গায় বিএলওদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানেই বিক্ষোভ দেখায় বিএলওরা। মহিলা বিএলও-দের একাংশের আশঙ্কা, কাজের সময়ে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। রাজনৈতিক দলের সদস্যদের থেকে কেউ কেউ হুমকি পেয়েছেন বলে অভিযোগ। রাজ্য সিইও দফতরের তরফে জানানো হয়েছে, স্কুলে পড়ানোর পাশাপাশি এসআইআরের কাজও চালিয়ে নিয়ে যেতে হবে শিক্ষকদের। বিহারে এ ভাবে কাজ হলে এখানে কেন হবে না, সেই প্রশ্ন তোলা হয়েছে কমিশনের (Election Commission) তরফে।
আরও পড়ুন: উত্তরবঙ্গ নিয়ে ‘রিভিউ’ বৈঠকে মুখ্যসচিব, কী কী হল বৈঠকে?
নজরুল মঞ্চের শিবিরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিএলও-দের একাংশ। শিক্ষকদের দাবি, তাঁদের বিএলএও-র দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ স্কুল কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, এই সময়ের মধ্যে তাঁদের স্কুল রেজিস্ট্রারে ‘অনুপস্থিত’ দেখানো হবে। তাতেই ঘোরতর আপত্তি শিক্ষকদের। তাঁদের স্পষ্ট দাবি, অনুপস্থিত নয়, বিএলও-র কাজে যোগ দিলে তাঁদের ‘অন ডিউটি’ হিসেবেই চিহ্নিত করতে হবে। আরও দাবি, ভোটের মতো প্রশিক্ষণ পর্বেও বিএলও-দের কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে কাজে যোগ দিয়েও কাজ করবেন না।
দেখুন ভিডিও