কলকাতা: নতুন বছরের আগেই সুখবর। রাজ্য সরকারকে কর বাবদ (Tax Devolution) অতিরিক্ত কিস্তি দিল কেন্দ্রীয় সরকার। বাংলা পেল ৫৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা। অন্যান্য রাজ্য তাদের প্রাপ্য টাকা পাচ্ছে।কেন্দ্রীয় সরকার মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারগুলিকে। যা করের অতিরিক্ত কিস্তির টাকা বলে জানা যাচ্ছে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) দাবি, এটি করের টাকার অতিরিক্ত কিস্তি। এটা নিয়ম মাফিক দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন কিছু নেই।
রাজ্যের সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নের কাজের জন্য এই টাকা দিয়ে থাকে কেন্দ্র। সবথেকে বেশি করের টাকা বরাদ্দ রয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জন্য। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে বিহার (Bihar)। তারপরেই রয়েছে বাংলা। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়, রাজ্য সরকারগুলিকে মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা দেওয়া হচ্ছে আগাম কিস্তি বাবদ। উত্তরপ্রদেশ সরকারের জন্য বরাদ্দ ১৩ হাজার ৮৮ কোটি ৫১ লক্ষ টাকা।বিহার পাচ্ছে ৭৩৩৮ কোটি ৪৪ লক্ষ টাকা। মধ্যপ্রদেশ পেয়েছে ৫ হাজার ৭২৭ কোটি টাকা।
আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন চাকরিপ্রার্থীরা
দুদিন আগেই রাজ্যের ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করে আসছে শাসকদল তৃণমূল। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, জিএসটি বাবদ রাজ্যের করের প্রাপ্য টাকাও কেন্দ্র দেয় না। মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফিরতে না ফিরতে কেন্দ্রের তরফে পাঁচ হাজার কোটি টাকারও বেশি চলে এল রাজ্যের কোষাগারে।
আরও অন্য খবর দেখুন