কলকাতা: শমীকের সঙ্গে সাক্ষাতের পরই দিলীপ ঘোষকে ডেকে পাঠালো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি-র সভাপতিত্ব গ্রহণের পর শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) সঙ্গে সাক্ষাতের পর বিজেপির সঙ্গে দূরত্ব ঘুচল দিলীপের। বুধবার দিল্লি যাচছেন দিলীপ ঘোষ। বিশেষ সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস নেতৃত্ব সঙ্গে বৈঠক করবেন। আগামী ১০ তারিখ দিল্লি যাচ্ছেন শমীক ভট্টাচার্য। আজকের দিলীপ শমীক বৈঠক ও কেন্দ্রীয় দলের নির্দেশ হয়েছে বলে জানা গেছে। ফের দলে গুরুত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ? অন্তত ইঙ্গিত তেমনই।
রাজ্যে বিজেপির একের পর এক হাইভোল্টেজ মিটিং। অমিত শাহ এসেছিলেন সেই সভায় অনুপস্থিতি দিলীপ। এমন কী নতুন রাজ্য সভাপতির সংবর্ধনার অনুষ্ঠানে গরহাজির ছিলেন দিলীপ। এরপর জল্পনা ওঠে একুশে জুলাইয়ে তৃণমূলে যোগ দিতে পারেন তিনি। কার্যত দলে একঘরে দিলীপ ঘোষ! জল্পনার মাঝেই মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে হাজির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এক ফ্রেমে প্রাক্তন-বর্তমান রাজ্য সভাপতি। চারিদিকে শুধুই একটাই রব ‘দিলীপদা…দিলীপদা…’। জল্পনা চলছিল দলের থেকে কি দূরত্ব বাড়ছে তাঁর? মঙ্গলবার হল যেন সব অবসান। দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্যের সাক্ষাৎকার (Dilip Ghosh Meets Samik Bhattacharya) সব জল্পনায় জল ঢেলে দিল। শমীকের সঙ্গেই সাক্ষাতের পরই দিল্লিতে ডাক পেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। সূত্রের দাবি, বুধবারই দিল্লি উড়ে যাবেন তিনি।
আরও পড়ুন: শমীক-দিলীপ হাতে হাত, এবার কী করবেন শুভেন্দু?
অন্য খবর দেখুন