কলকাতা: আরজিকর কাণ্ডে (RG Kar Case) দোষী সাব্যস্ত সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে (High Court) আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই (CBI)। মঙ্গলবার সেইসব মামলার নথি হাইকোর্টে না আসায় সেদিনের মতো শুনানি মুলতুবি হয়ে যায়।
আরও পড়ুন: ভিতরে এসএসসির চেয়ারম্যান, বাইরে বিক্ষোভ
উল্লেখ্য, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি ছিল, ধৃত সঞ্জয় রায়ের যাবজ্জীবন থেকে ফাঁসির আদেশ দিক কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের আবেদনের গ্রহণযোগ্যতায় মান্যতা দিয়ে মামলা হাতে নেয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।
দেখুন আরও খবর: