জ্ঞানেশ্বরীকাণ্ডে রেলের সঙ্গে প্রতারণার অভিযোগে ধৃত অমিতাভ চৌধুরী নামে এক ব্যক্তি। রবিবার সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় নিজাম প্যালেসে। এমনকী ওই ব্যক্তি রেলের সঙ্গে প্রতারণায় জড়িত আসল অমিতাভ চৌধুরী কিনা সেই বিষয়েও তদন্ত করতে জোড়াবাগান এলাকায় তার প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করে সিবিআই-এর কর্তারা। জিজ্ঞাসাবাদ চলাকালীন এদিন বিষ্ফোরক অভিযোগ করেন ধৃত ওই ব্যক্তি।
আরও পড়ুন মুখ্যমন্ত্রীর মর্যাদাহানি করছে সিবিআই, বার কাউন্সিল
তার বক্তব্য, এই ঘটনায় তিনি জড়িত নন। তাকে জোর করেই ফাঁসানো হয়েছে। অভিযোগ প্রামানিত হলে তিনি ক্ষতিপূরণের টাকা ফেরৎ দেওয়ার পাশাপাশি চাকরিও ছেড়ে দেবেন বলে জানান। এদিন ধৃত ওই ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালানো হয়। তার পুরনো ছবি সংগ্রহ করে বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারীকরা। প্রসঙ্গত, ২০১০ সালে ২৮ মে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় প্রায় ১৫০ জনের মৃত্যু হয়। মৃতদের জন্য রেলের তরফে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়া হয়।
আরও পড়ুন দুই মাওবাদী খতম
অভিযোগ, ক্ষতিপূরণের টাকা পেতে জীবিত থাকা অমিতাভকে মৃত বলে ভুয়ো তথ্য দেখিয়ে টাকা ও চাকরি নেওয়ার অভিযোগ ওঠে তার পরিবারের বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতেই ওই ব্যক্তিকে আটক করে সিবিআই। যদিও অমিতাভ চৌধুরী নামে ধৃত ওই ব্যক্তির দাবি, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। যদিও ধৃত ব্যক্তির বাবা ভুয়ো তথ্যের কথা স্বীকার করে নিয়েছে বলে সিবিআই সূত্রের খবর।