কলকাতা: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় অভিযুক্তদের খোঁজ দিতে পারলে মাথাপিছু ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করল সিবিআই। ৫ ফেরার অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় মোট ১২ জন অভিযুক্ত পলাতক।
গত বছর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের অভিযোগ ওঠে। পরিবারের দাবি ছিল, অভিযোগ, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় বিজেপি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলে। যদিও অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির।
সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং জানিয়েছেন, বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে অভিযুক্তদের হদিশ দিতে পারলে মাথাপিছু ৫০ হাজার টাকা দেওয়া হবে। সিবিআই সূত্রে খবর, বিজেপি কর্মী অভিজিত্ সরকার খুনে অভিযুক্ত অমিত দাস, টুম্পা দাস, অরূপ দাস, সঞ্জয় বারিক ও পাপিয়া বারিকের বিরুদ্ধে জারি হয়েছে হুলিয়া।
আরও পড়ুন: অভিজিৎ সরকার খুনে লালবাজারের হোমিসাইড শাখাকে তলব সিবিআই-এর
West Bengal | CBI has announced a reward of Rs 50,000 each on the absconding accused in the murder case of BJP worker Abhijit Sarkar: CBI DIG Akhilesh Singh
— ANI (@ANI) January 28, 2022
একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন অভিজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কাঁকুরগাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিৎকে বেধড়ক মারধর করেন৷ গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হয় অভিজিৎকে। এর পর পরিবারের সদস্যরা তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যান৷
অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার বলেছিলেন, নির্বাচনে তৃণমূলের জয়লাভের পরই এলাকার বিধায়ক পরেশ পালের নির্দেশে ভাইকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়৷ পরেশ পালের অনুগতরাই এই কাণ্ড ঘটান। পরিবারের সদস্যরা তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যান৷ চিকিৎসকরা সেখানে তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন৷ এই ঘটনায় তৃণমূল-বিজেপি ব্যাপক চাপানউতোর শুরু হয়।
আরও পড়ুন: অভিজিৎ সরকার খুনের মামলা, নথি চেয়ে হাই কোর্টে সিবিআই
১৮ অগস্ট ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায়, খুন-ধর্ষণ বা অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। নারকেলডাঙ্গা কাঁকুড়গাছি অভিজিৎ সরকারকে খুনের ঘটনা তদন্তে নেমে বেশ কয়েকবার টিম যায় কাঁকুড়গাছিতে। অভিযুক্তদের বাড়িতে গিয়ে তল্লাশিও চালানো হয়।