কলকাতা: এবারের বাণিজ্য সম্মেলনে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit 2023 ) সমাপ্তি দিবসে মুখ্যমন্ত্রী বলেন, মোট ১৮৮টি মউ সাক্ষরিত হয়েছে। এদিন বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হয় দক্ষিণ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে। মুখ্যমন্ত্রী ফের দাবি করেন, পশ্চিমবঙ্গ হচ্ছে এখন বিনিয়োগের আদর্শ রাজ্য। এখানে প্রচুর সম্ভাবনা।
মমতা এই মঞ্চ থেকে এদিন নগদহীন লেনদেনেরও বিরোধিতা করেন। তিনি বলেন, ক্যাশলেস প্রক্রিয়ায় (Cashless Process) জাতীয় অর্থনীতির কোনও উন্নতি হয় না। তাঁর মতে, অর্থনীতির সামগ্রিক উন্নয়নে গ্রামের বিশেষ ভূমিকা রয়েছে। এখন গ্রামই অর্থনীতির পাওয়ার সেন্টার হয়ে উঠছে। তিনি প্রশ্ন তোলেন, গ্রামের কত শতাংশ লোক ডিজিটাল লেনদেনে অভ্যস্ত? আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পক্ষে নগদহীন লেনদেন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তার মানে এই নয় যে, আমরা ডিজিটাল লেনদেনের বিরোধী। গ্রামের মানুষের কথাও তো আমাদের ভাবতে হবে।
আরও পড়ুন: আইআইটি কাণ্ডে সিটের রিপোর্টে অসন্তুষ্ট আদালত
মঙ্গলবার মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে প্রভূত উন্নতির সুযোগ রয়েছে। আগামী দিনে এর মাধ্যমে ১ কোটি ৩০ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার বিজিবিএসের সমাপ্তি দিবসেও তিনি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপর জোর দেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। মহিলাদের হাতে বিস্তর ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার মহিলাদের পকেটমানির (পড়ুন লক্ষ্মীর ভাণ্ডার) ব্যবস্থা করে দিয়েছে। সেই টাকা দিয়ে মহিলারা নিজের মতো কেনাকাটা করতে পারেন। তাঁর আরও দাবি, চর্মশিল্পে আগামী দিনে ১০ লক্ষ কর্মসংস্থান হবে। তিনি বলেন, দেশে যেখানে ৪০ শতাংশ বেকারি বেড়েছে, সেখানে এই রাজ্যে বেকারি কমেছে ৪২ শতাংশ।
আরও অন্য খবর দেখুন