কলকাতা: ন্যাশনাল ইন্সটিটউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ ২০২১-এর তালিকা ঘোষণা করল কেন্দ্র। আর তাতেই মান বাড়ল কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অষ্টম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
এনআইআরএফের ২০২০ সালের তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ১০ এবং ১১ নম্বরে ছিল। বছর ঘুরতে না ঘুরতেই এই উন্নতিতে স্বাভাবিকভাবেই খুশি শিক্ষার্থী থেকে কতৃপক্ষ।
ন্যাশনাল ইন্টটিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ ২০২১ এর তালিকায় দেশীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে রয়েছে জেএনইউ অর্থাৎ জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অষ্টম স্থানে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
ন্যাশনাল ইন্সটিটউশনাল র্যাঙ্কিংয়ের তালিকা
অন্যদিকে, এই তালিকা অনুযায়ী রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম কলকাতা এবং দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এহেন ভালো ফলে স্বভাবতই খুশি রাজ্যের স্বনামধন্য দুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
আরও পড়ুন- WB Primary Tet: ২০১৪ সালের প্রাথমিক টেটের নিয়োগের তথ্য চাইল কলকাতা হাইকোর্ট
অষ্টম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়
তালিকা প্রকাশ করা হয়েছে কলেজেরও। এই তালিকা অনুযায়ী, প্রথম পাঁচে রয়েছে রাজ্যের দুটি কলেজ। চতুর্থ স্থানে রয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। পঞ্চম স্থানে রয়েছে হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।
আরও পড়ুন – টানা ৭ দিন সংক্রমণ একশোর উপরে, পুজোর আগে চিন্তা বাড়চ্ছে কলকাতায়
কলেজের তালিকায় প্রথম চারে সেন্ট জেভিয়ার্স
এছাড়াও এই তালিকায় স্থান পেয়েছে রহরার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ এবং বেথুন কলেজ। কলেজ গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে দিল্লির মিরিন্ডা হাউস।
ন্যাশনাল ইন্সটিটউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকা প্রকাশের পর টুইট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Elated to share that as per NIRF India Rankings '21, Calcutta University & Jadavpur University are the top ranking universities in India.
Among colleges, St Xavier's College, Kolkata & Ram Krishna Mission Vidyamandir, Howrah have also secured top ranks.
Congratulations to all!
— Mamata Banerjee (@MamataOfficial) September 9, 2021