কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নবম-দশমে শিক্ষক নিয়োগের মামলায় সিবিআই (CBI Investigation) অনুসন্ধানে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। আগামী ২১ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে বলে বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। ইতিহাস ও বাংলার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা চলছে হাইকোর্টে। সে ব্যাপারেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েচিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় স্কুল সার্ভিস কমিশন।
এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভূরি ভূরি অনিয়মের অভিযোগ পেয়েছে আদালত। তা নিয়েও চলছে একাধিক মামলা। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে স্কুল সার্ভিস কমিশন ২০২০ সালে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। আদালত সেই কমিটির প্রত্যেক সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। কমিটির একাধিক সদস্যকে এর আগে আদালত এজলাসে তলবও করে।
আদালতের পর্যবেক্ষণ ছিল, নিয়োগ দুর্নীতিতে ওই কমিটির যোগাযোগ রয়েছে। সে ব্যাপারেও একক বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল। কমিশন তাকেও চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। বেঞ্চ তার উপর স্থগিতাদেশ জারি করে।বৃহস্পতিবার দুটি ক্ষেত্রেই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করা হল। স্থগিতাদেশ জারি থাকবে ২১ এপ্রিল পর্যন্ত। মামলার পরবর্তী শুনানি ১১ এপ্রিল।