কলকাতা: ‘দাগি বা চিহ্নিত অযোগ্য’ চাকরিপ্রার্থীরা এসএসসির নয়া নিয়োগে (New Recruitment Process SSC) অংশ নিতে পারবেন না। সোমবার এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনও ‘দাগি বা চিহ্নিত অযোগ্য’ প্রার্থী যদি যদি আবেদন করে থাকেন, সেই আবেদনপত্র বাতিল করতে হবে। চিহ্নিত অযোগ্যদের ছাড়াই করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। এদিন এই মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়ে দিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে।
নিয়োগে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর। গত ৩০ মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি। মামলাকারীদের অভিযোগ ছিল, সেই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল শুধুমাত্র ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরাই নতুন করে পরীক্ষায় বসতে পারবেন। এসএসসির নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে বলা হয়েছে ‘অযোগ্যরাও পরীক্ষায় বসতে পারবেন। এই নিয়ে আপত্তি তুলেছিলেন মামলাকারীরা।
আরও পড়ুন: ‘২১ জুলাইয়ের পর আর প্রশ্ন থাকবে না’, কেন বললেন দিলীপ ঘোষ?
সোমবার আদালতে নিজেদের অবস্থান জানায় রাজ্য এবং এসএসসি। তাদের দাবি, শীর্ষ আদালতের নির্দেশে বলা নেই যে নির্দিষ্ট ভাবে চিহ্নিত ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীরা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এই জবাবে সন্তুষ্ট নয় আদালত। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘এতবড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরও এটা বলবেন ?’ তখন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন, ‘তদন্ত শেষ হয়নি, কিছু প্রমাণ হয়েছে ? কারও দোষ প্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে ? হাইকোর্ট জানাল, শুধু ‘দাগি বা চিহ্নিত অযোগ্য’দের নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত হস্তক্ষেপ করেনি। এ দিন আদালতের নির্দেশ, যেহেতু সুপ্রিম কোর্ট ৩১ ডিসেম্বরের নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছেন, তাই সেই দিকে নজর রেখে প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।
অন্য খবর দেখুন