কলকাতা: আরজি কর মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালতের সাফ কথা, এই বিষয়ে হাইকোর্ট কোনওরকম হস্তক্ষেপ করবে না। উল্লেখ্য, গত ৭ অক্টোবরের পর ২১ অক্টোবর সন্দীপ ঘোষকে ফের নিম্ন আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু সিবিআই সন্দীপ ঘোষকে পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি। তাই সেই মুহূর্তে তাঁকে জেলে রাখা বেয়াইনি – এই দাবিতে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই আবেদন খারিজ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বিচারপতির বেঞ্চ। মহামান্য বিচারপতি জানিয়েছেন, এই বিষয়ে সিবিআই স্পেশাল কোর্টেই আবেদন জানাতে হবে। হাইকোর্ট এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত।
আরও পড়ুন: ট্যাব কাণ্ডে আজ নবান্নে বৈঠক ডাকলেন মুখ্য সচিব
প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দূর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই মামলার শুনানি চলছে আলিপুর আদালতে। সেখানেই ২১ অক্টোবর তাঁকে পেশ করার কথা থাকলেও, তেমনটা হয়নি। এই মর্মে সন্দীপ ঘোষ হাইকোর্টের পুজাবকাশকালীন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন। কিন্তু পুজাবকাশকালীন বেঞ্চ মামলাটি রেগুলার বেঞ্চে পাঠিয়েছিল। এদিন সেই বেঞ্চেই সন্দীপ ঘোষের আবেদন খারিজ হয়ে গেল। অর্থাৎ, এই বিষয়ে যাবতীয় শুনানি হবে সংশ্লিষ্ট সিবিআই আদালতেই।
দেখুন আরও খবর:
The post হাইকোর্টে বড় ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ! খারিজ হয়ে গেল আবেদন first appeared on KolkataTV.
The post হাইকোর্টে বড় ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ! খারিজ হয়ে গেল আবেদন appeared first on KolkataTV.