ওয়েব ডেস্ক: প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। পোপের প্রয়াণে কলকাতা হাইকোর্টে ৩ দিনের শোক পালন। হাতে শোকবন্ধন পরে শোক জ্ঞাপন করলেন বিচাপতিরা। এদিন কোর্টে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হয়।
আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসি চেয়ে সিবিআইয়ের মামলা, শুনানি মুলতবি হাইকোর্টে
কোর্ট সূত্রে খবর, মঙ্গলবার থেকে তিনদিন কোর্টের পতাকা অর্ধনমিত অবস্থায় থাকবে। চলবে শোকপালন।
উল্লেখ্য, জন্ম পোপ ফ্রান্সিসের জন্ম আর্জেন্তিনায়। ২০১৩ সালের ১৩ মার্চ আমেরিকা থেকে প্রথম পোপ নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। পোপের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব।
দেখুন আরও খবর: