কলকাতা: স্কুলে চতুর্থ শ্রেণির কর্মীর চাকরি (Recruitment Corruption) পেতে দিতে হবে ১ লাখ ২৫ হাজার টাকা। খোদ কলকাতা হাইকোর্টের কর্মী স্বপন জানার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ উঠেছে। আদালতের ওই কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta High Court Justice Abhijit Ganguly)। ওই কর্মীকে মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় ডেপুটি শেরিফের হাতে তুলে দেন। ওই কর্মীর বিরুদ্ধে এদিনই এফআইআর (FIR) করার নির্দেশ দেন বিচারপতি। তিনি বলেন, পুলিশ তদন্ত করে প্রয়োজনে গ্রেফতার করবে ওই কর্মীকে।
যে কলকাতা হাইকোর্টে শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই ও ইডি তদন্ত চলছে, সেই আদালতেরই এককর্মীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ ওঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালত সূত্রের খবর, ২০০৯ সালের শিক্ষকের চাকরির পরীক্ষা দেওয়া এক দৃষ্টিহীন প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ওই তোলাবাজির অভিযোগ জানিয়েছিলেন। অভিযুক্ত ব্যক্তি বলেন, হাইকোর্টের অরিজিনাল সাইডের কারেন্ট রেকর্ড বিভাগের কর্মী স্বপন জানা। তিনি ওই চাকরিপ্রার্থীর কাছে স্কুলে চতুর্থ শ্রেণির কর্মীর চাকরির জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকা চেয়েছিলেন। হরেকৃষ্ণ রণজিৎ নামে বেহালার ওই দৃষ্টিহীন প্রার্থীর কাছ থেকে দু দফায় ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন স্বপন।
আরও পড়ুন: Panchayat Election 2023 |Hatuganj | আইএসএফ তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র হটুগঞ্জ
অভিযোগ শুনেই এদিন ওই কর্মীকে এজলাসে ডাকিয়ে আনা হয়। তিনি অবশ্য টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। তবে হরেকৃষ্ণ অনলাইনে টাকা দেওয়া নথি দেখান আদালতে।তারপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় স্বপনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন।